শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটনের ফিফটিতে জয়ে শুরু বাংলাদেশের *** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

হোয়াটসঅ্যাপে চালু হলো ‘পাসকি’ নিরাপত্তা সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

স্মার্টফোন চুরি হলে বা অন্য কেউ ব্যবহার করলে সহজেই হোয়াটসঅ্যাপে থাকা সব তথ্য অন্যরা জানতে পারেন। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় পাসকি পদ্ধতি চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ পদ্ধতিতে নির্দিষ্ট অ্যাকাউন্টে প্রবেশের জন্য চেহারা, আঙুলের ছাপ বা পিন নম্বর ব্যবহার করতে হবে। ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে থাকা তথ্য জানতে পারবেন না।

কয়েক মাস ধরেই নিজেদের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর পাসকি পদ্ধতির কার্যকারিতা পরখ করছিল হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য পাসকি পদ্ধতি চালু করা হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ পদ্ধতি ব্যবহারের সুযোগ মিলবে। তবে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য এ পদ্ধতি কবে চালু করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

পাসকি পদ্ধতি শুধু হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণে ব্যবহার করা যাবে। নতুন এ পদ্ধতি চালু হলে ব্যবহারকারীদের যন্ত্রে হোয়াটসঅ্যাপের সেটিংস বিভাগে ‘পাসকি’ নামের নতুন অপশন দেখা যাবে। এরপর নির্দেশনা অনুযায়ী আঙুলের ছাপ বা অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করলেই পাসকি পদ্ধতি চালু হয়ে যাবে। ফলে পরবর্তী সময়ে নিজের চেহারা, আঙুলের ছাপ বা নির্দিষ্ট কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

আরো  পড়ুন: আইফোনকে টেক্কা দিতে শাওমির ১৪ সিরিজের স্মার্টফোন

উল্লেখ্য, পাসকি পদ্ধতিতে ব্যবহারকারীর শনাক্তকরণ, যেমন আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন মূলত ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে সংযুক্ত থাকে। ক্রিপ্টোগ্রাফিক পাসকি ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে খাপ খাওয়ানো (সিনক্রোনাইজ করা) যায়। ফলে আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন ব্যবহার করে যন্ত্র আনলক এবং ওয়েবসাইট ও অ্যাপে সাইনইন করা যায়। এ পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা, এর সাহায্যে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। ফলে দূর থেকে হ্যাকাররা অ্যাকাউন্টের দখল নিতে পারেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসকে/ 


হোয়াটসঅ্যাপ নিরাপত্তা হ্যাকার পাসকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন