বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

হোয়াটসঅ্যাপে চালু হলো ‘পাসকি’ নিরাপত্তা সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

স্মার্টফোন চুরি হলে বা অন্য কেউ ব্যবহার করলে সহজেই হোয়াটসঅ্যাপে থাকা সব তথ্য অন্যরা জানতে পারেন। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় পাসকি পদ্ধতি চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ পদ্ধতিতে নির্দিষ্ট অ্যাকাউন্টে প্রবেশের জন্য চেহারা, আঙুলের ছাপ বা পিন নম্বর ব্যবহার করতে হবে। ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে থাকা তথ্য জানতে পারবেন না।

কয়েক মাস ধরেই নিজেদের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর পাসকি পদ্ধতির কার্যকারিতা পরখ করছিল হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য পাসকি পদ্ধতি চালু করা হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ পদ্ধতি ব্যবহারের সুযোগ মিলবে। তবে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য এ পদ্ধতি কবে চালু করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

পাসকি পদ্ধতি শুধু হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণে ব্যবহার করা যাবে। নতুন এ পদ্ধতি চালু হলে ব্যবহারকারীদের যন্ত্রে হোয়াটসঅ্যাপের সেটিংস বিভাগে ‘পাসকি’ নামের নতুন অপশন দেখা যাবে। এরপর নির্দেশনা অনুযায়ী আঙুলের ছাপ বা অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করলেই পাসকি পদ্ধতি চালু হয়ে যাবে। ফলে পরবর্তী সময়ে নিজের চেহারা, আঙুলের ছাপ বা নির্দিষ্ট কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

আরো  পড়ুন: আইফোনকে টেক্কা দিতে শাওমির ১৪ সিরিজের স্মার্টফোন

উল্লেখ্য, পাসকি পদ্ধতিতে ব্যবহারকারীর শনাক্তকরণ, যেমন আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন মূলত ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে সংযুক্ত থাকে। ক্রিপ্টোগ্রাফিক পাসকি ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে খাপ খাওয়ানো (সিনক্রোনাইজ করা) যায়। ফলে আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন ব্যবহার করে যন্ত্র আনলক এবং ওয়েবসাইট ও অ্যাপে সাইনইন করা যায়। এ পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা, এর সাহায্যে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। ফলে দূর থেকে হ্যাকাররা অ্যাকাউন্টের দখল নিতে পারেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসকে/ 


হোয়াটসঅ্যাপ নিরাপত্তা হ্যাকার পাসকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন