ছবি: সংগৃহীত
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীতে সহিংসতার ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
ম্যাথিউ মিলার বলেছেন, আমরা গত ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হলো তার নিন্দা জানাই। পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক কর্মীকে হত্যা এবং হাসপাতাল ও বাসে আগুন দেওয়া অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতাও অগ্রহণযোগ্য। আমরা কর্তৃপক্ষকে ২৮ অক্টোবরের সমাবেশে হওয়া সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে উৎসাহিত করি।
তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব সবার—ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও মিডিয়ার।
ওআ/
খবরটি শেয়ার করুন