ছবি: সংগৃহীত
আগামী ৩০ অক্টোবর সব কৌতূহলের অবসান হবে। এবারের ব্যালন ডি অর কার হতে উঠতে যাচ্ছে তা ওইদিন জানা যাবে। বাতাসে অবশ্য বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির কথা ভাসছে। ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সে কথাই বলেছেন।
ফুটবল খেলোয়াড় দলবদলের সংবাদ প্রকাশে ফ্যাব্রিজিও রোমানো একজন বিশেষজ্ঞ। তিনি এক তথ্যে মেসির ব্যালন ডি অর জয়ের কথা জানিয়েছেন। বিশ্বকাপ জয়ী মেসি এরই মধ্যে সাতবার এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারের সংখ্যায় তার ধারে কাছে কেউ নেই। এবার মেসি ব্যালন ডি অর জিতলে তা সংখ্যায় আট হবে।
আরো পড়ুন : দুই সেঞ্চুরি হাঁকিয়ে নেদারল্যান্ডসকে ৪০০ রানের টার্গেট অস্ট্রেলিয়ার
ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ব্যালন ডি অর জয়ের জন্য যে সব গুণ প্রয়োজন তার সব বিষয়ে মেসি অন্যদের থেকে এগিয়ে রয়েছেন। মেসির সঙ্গে জোর লড়াই চলছে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের। তাছাড়া লড়াইয়ের রয়েছেন বার্সেলোনার দুই তারকা ইলকে গুনডোগান ও রবার্ট লেভানদোভস্কি।
এস/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন