বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

আবারো সুখবর দিলেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার তুমুল দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘সুসময়’ যেন তার ক্যারিয়ারের নিত্যসঙ্গী-এমনটাই মনে করছেন তার অনুরাগীরা। তিনি যে কাজেই হাত দিচ্ছেন সেটিই পরছে জয়মাল্য। নাটক, সিনেমা, টেলিসিনেমা, বিজ্ঞাপন, ওয়েবফিল্ম সবই যেন তার দখলে।

এবারের ঈদুল আজহায় মুক্তির মিছিলে থাকা ‘তুফান’ সিনেমায় চঞ্চলকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে। এটিও তুমুল প্রিয়তা পাবে- তা কয়েকদিন আগে প্রকাশিত টিজারের সাড়া দেখে বোঝা গেছে।

এরই মধ্যে ‘তুফান’ সিনেমার প্রকাশিত টিজারে ভক্ত-অনুরাগীরা চঞ্চলের ঝলক দেখে মুগ্ধ। এবার আরো একটি সুখর দিয়েছেন ‘অভিনয়ের শুদ্ধতম অভিনেতা’ খ্যাত চঞ্চল চৌধুরী। তিনি তার সোশ্যাল মিডিয়ায় সুখবরটি দিয়েছেন। আজ (৩রা জুন) বিকেল ৩টার দিকে একটি স্ট্যাটাসে জানিয়েছেন তার অভিনীত সিনেমা ‘পদাতিক’ সিনেমাটি নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রিনপ্লে পুরস্কার লাভ করেছে।

চঞ্চল চৌধুরী তার স্ট্যাটাসে লেখেন, “সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ত্রিনপ্লে পুরস্কার জিতেছে। অভিনন্দন ‘পদাতিক’ টিমের সবাইকে”।

এ পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে গণমাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেন, “দর্শকের ভালো হোক অথবা কোনো পুরস্কার হোক সবটাই আনন্দের। আমার অভিনীত ‘পদাতিক’ ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এনওয়াইএফএফ) সেরা স্ক্রিনপ্লে পুরস্কার লাভ করায় আমি ভীষণ আনন্দিত।”

আরো পড়ুন: আমি আমার মুখ নিয়ে প্রচুর মন্তব্য শুনছি: উরফি

চঞ্চল তার ফেসবুকে এ সুখবরটি দেওয়ার পর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ও অভিনন্দনে ভাসছেন। পাশাপাশি তার সহকর্মী ও নির্মাতারাও তাকে অভিনন্দন জানাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান প্রমুখ।

চঞ্চল চৌধুরীর এমন সুখবর জেনে তার বন্ধু জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি একটি স্ট্যাটাসে লিখেছেন, নিউইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্ক্রিনপ্লে পুরস্কার জিতেছে, মৃণাল সেনের বায়োপিক- ‘পদাতিক’! পুরস্কারপ্রাপ্ত সিনেমাটির মূল চরিত্রের অভিনেতা চঞ্চল আর আমি এখন প্রত্যন্ত গ্রামে, যেখানে হেঁটে প্রায় দেড় কিলোমিটার যেতে হয়, সেই গ্রামে, পুবাইলে, দাওয়ায় বসে শুটিং করছি! যারা ইচ্ছে হলেই শিল্পীদের গালাগালি করেন, তাদের বলছি, এমন সব অর্জনের জন্য এক জনম পরিশ্রম করতে হয়। অভিনন্দন বন্ধু, আমরা বার বার গর্বিত হই, আমাদের একজন ‘তুই’ আছিস। পদাতিকের প্রথম সম্মাননার জন্য ‘পদাতিক’ টিমকে অভিনন্দন।

এসি/


সুখবর চঞ্চল চৌধুরী ‌

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন