সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লটারিতে ৬৩ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় লটারিতে ২ লাখ ৮০ হাজার দিরহাম জিতেছেন। এরমধ্যে বাংলাদেশি প্রবাসী সোহেল আহমেদ আলাউদ্দিন জিতেছেন ১ লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ কোটি টাকার সমান। অপর বাংলাদেশি সামিউল আলম আব্দুর রাজ্জাক জিতেছেন ৯০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৩০ কোটি টাকার সমান।

৪০ বছর বয়সী সোহেল আহমেদ সালাউদ্দিন আমিরাতে ফলের দোকান চালান। তিনি দীর্ঘ ১৭ বছর দুবাইয়ে আছেন। গত আট বছর ধরেই লটারির টিকেট কিনছেন এই প্রবাসী। তিনি বলেন, “লটারিতে জয় অসাধারণ। আমি এই অর্থ দিয়ে ব্যবসা খোলার চিন্তা করছি। যা আমার স্বপ্ন। আমি বিগ টিকিটের লটারি কেনা অব্যাহত রাখবো।”

আরো পড়ুন : ১ লাখ ৬০ হাজার বছর পর দেখা মিলবে বিরল ধূমকেতুর

অপরদিকে ৩০ কোটি টাকা জেতা সামিউল গত পাঁচবছর ধরে দুবাইয়ে আছেন। তিনি সেখানে যাওয়ার পর থেকেই লটারির টিকিট কিনছিলেন। তিনি জানিয়েছেন, তারা ৩০ জনের গ্রুপ হয়ে টিকিট কেনেন। এখন এই অর্থ গ্রুপের সবার মাঝে ভাগ করে দেবেন। সামিউল বলেন, “লটারি জিতে আমি খুবই খুশি। আমার পরিকল্পনা হলো সবার মাঝে অর্থ ভাগ করে দেবো। কারণ আমরা সবসময় একসঙ্গে টিকিট কিনেছি।”

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা বিভিন্ন কোম্পানির লটারির টিকিট কিনে থাকেন। এতে প্রতি মাসেই কেউ না কেউ লটারি জিতে মুহূর্তের মধ্যে কোটিপতি হচ্ছেন।

সূত্র: গালফ নিউজ

এস/কেবি


লটারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন