বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** গাজায় মানবিক সহায়তাকর্মীদের হত্যার নিন্দা জানালেন প্রিন্স উইলিয়াম *** দুর্গাপূজার আগে ভারতে গেল ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ *** দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা *** পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন

আজ সকালেই দুর্বল হবে ঘূর্ণিঝড় রেমাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘ঘূর্ণিঝড় রেমাল’বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দুর্বল থেকে আরও দুর্বল হচ্ছে। প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড় এরপর গভীর নিম্নচাপে রূপ নেয় এটি।

ভারতীয় আবহাওয়া বিভাগ সোমবার (২৭শে মে) রাত ১২টার সর্বশেষ আপডেটে জানিয়েছে, আগামী ছয় ঘণ্টায় এটি নিম্নচাপে রূপ নেবে। অর্থাৎ বাংলাদেশে মঙ্গলবার (২৮শে মে) সকালেই এটি প্রায় দুর্বল হয়ে যাবে।

সংস্থাটি এই ব্যাপারে বলেছে, গভীর নিম্নচাপটি (ঘূর্ণিঝড়ের অংশ) বাংলাদেশের ওপর অবস্থান করছে এবং গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে সরেছে এবং ২৭শে মে রাত ১২টার সময় মোংলা থেকে ১৯০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব, শ্রীমঙ্গল থেকে ১২০ কিলোমিটার পশ্চিম এবং রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার উত্তরপূর্ব দিকে অবস্থান করছিল। 

ঝড়টি আরও পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে যাবে এবং আগামী ৬ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।

আরো পড়ুন: রেমাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী 

ভারতীয় আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে সেটি ইঙ্গিত করছে এই ঘূর্ণিঝড়টি ধীরগতিতে দুর্বল হচ্ছে। পুরোপুরি নিম্নচাপে পরিণত হওয়ার পর রেমালের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আর এটির ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ৬৫ কিলোমিটার।

গত ২৬শে মে রাতে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে রেমাল। এটি ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে সারাদেশে ভারী বৃষ্টিপাত হয়। এতে রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

স্যাটেলাইটে দেখা গেছে নিম্নচাপটি (ঘূর্ণিঝড়রের অংশ) ভারতের মেঘালয়ের দিকে যাচ্ছে।

সূত্র: আইএমডি

এইচআ/ 



বাংলাদেশ ঘূর্ণিঝড় রেমাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250