ফাইল ছবি
দক্ষিণপন্থী শক্তির উত্থানের পাশাপাশি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ওপরে নতুন করে প্রভাব বিস্তার করতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, ‘এ রকম একটা জায়গায় বাম প্রগতিশীল শক্তির ঐক্য যেমন দরকার, তেমনি দেশবাসীরও একটা ঐক্য গড়ে তোলা দরকার, যাতে আমরা বাংলাদেশের নিজস্ব স্বার্থ রক্ষা করে এগিয়ে যেতে পারি।’
শনিবার (২০শে সেপ্টেম্বর) সন্ধ্যায় সিপিবির চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স। রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিপিবির এবারের কংগ্রেসের উদ্বোধন করা হয়।
কমিউনিস্ট পার্টির আন্দোলন–সংগ্রাম দেখে দলটির সঙ্গে যুক্ত হতে বিভিন্ন বাম প্রগতিশীল রাজনৈতিক দল আগ্রহ পোষণ করছে বলে সাংবাদিকদের জানান রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘আমরা এদের সবাইকে বলছি যে, বিভিন্ন জেলায় আপনারা থাকেন। আন্দোলন–সংগ্রামে যোগ দেন। তার মধ্য দিয়ে আমরা একাত্ম হব।’
কংগ্রেসের ফলে কমিউনিস্ট পার্টিকে ঘিরে আগ্রহ লক্ষ করছেন জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘কংগ্রেসকে ঘিরে আমরা এটাও লক্ষ করেছি, অনেক ব্যক্তি একসময় পার্টি করতেন, ইনঅ্যাকটিভ (অকার্যকর) হয়েছিলেন, তারা এখন অনেক বেশি আগ্রহ প্রকাশ করছেন। শুক্রবার আমাদের এখানে ব্যাপক মানুষ, আমাদের সমর্থক শুভানুধ্যায়ীরা অংশ নিয়েছিলেন এবং আজকেও অনেকে এই আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তারা আরও বেশি সক্রিয় অবস্থায় পার্টিতে থাকতে চায়।'
খবরটি শেয়ার করুন