বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের বিভিন্ন স্থানে তিনদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবারও (১৮ই এপ্রিল) বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। এ বৃষ্টিতে কমেছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার (১৯শে এপ্রিল) রাজধানীসহ দেশের নানা স্থানে বৃষ্টি হতে পারে। গতকালের চেয়ে আজ বৃষ্টি বাড়তে পারে। তবে আগামীকাল রোববার থেকে এ বৃষ্টি কমে যেতে পারে।

কয়েক দিনের তাপপ্রবাহের পর গত বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। প্রাক্‌–মৌসুমি বায়ুর এ সময়ে এমন বৃষ্টি হয় সাধারণত। এর সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে আছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এসবের প্রভাবেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির পরিমাণ গতকাল কিছুটা কমে আসে। রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। তবে বৃষ্টি হয়েছে সামান্যই। তবে আজ বৃষ্টি বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত। কোথাও কোথাও অবশ্য মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক  বলেন, ‘আজ শনিবার দেশের মধ্যাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। যদি আমরা ঢাকাকে কেন্দ্র ধরে নিই, তাহলে আশপাশের ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর—এসব এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আর দেশের সব স্থানেই মোটামুটি বৃষ্টি হতে পারে আজ। রংপুর বিভাগের কিছু স্থানে, রাজশাহীর একটি অংশে এবং দক্ষিণ চট্টগ্রামের দিকে বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে।’

এইচ.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন