মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বার্বিডল চেহারা পেতে ৪৩ বার অস্ত্রোপচার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক মানুষের মধ্যে উন্মত্ত কিছু কল্পনা আছে। কেউ কেউ সেটাকে বাস্তবেও রূপ দেন। ডালিয়া নাঈম তাদেরই একজন। ইরাকের বাগদাদের এই নারী জীবন্ত বার্বিডলের মতো রূপ পেতে ৪৩ বার গিয়েছেন ছুরির নিচে! অস্ত্রোপচারের মাধ্যমে নায়িকা-গায়িকাসহ তারকাদের চেহারা পরিবর্তনের খবর মাঝেমধ্যেই শোনা যায়; কিন্তু অভিনেত্রী ও উপস্থাপক ডালিয়া এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেরই প্রিয় কিছু চরিত্র থাকে। সেই চরিত্রের জন্য কেউ এতবার ছুরির নিচে যেতে পারেননি। কিন্তু ২৯ বছর বয়সী ডালিয়া ঠিক সেই কাজটিই করেছেন।

আরো পড়ুন : গাধার দুধের এত উপকারিতা, প্রতি লিটার ৭ হাজার টাকা!

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা বার্বি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গট রবির মতো বার্বি রূপ চেয়েছিলেন ডালিয়া। নিজেকে জীবন্ত বার্বিডলে রূপান্তর করতে বারবার কাটাছেঁড়ার মধ্য দিয়ে গেছেন তিনি।

এই অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মনোযোগ কেড়েছেন অভিনেত্রী ডালিয়া। ইনস্টাগ্রামে এখন তার ফলোয়ার সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার। তবে এক সময় তাকে এমন চেহারার জন্য সমালোচনাও শুনতে হয়েছে। এখন তিনি নিয়মিত তার স্বর্ণকেশী বার্বি চেহারার ছবি ও ভিডিও শেয়ার করছেন।

ডালিয়া জানিয়েছেন তিনি তার বার্বি জীবন উপভোগ করছেন।

সূত্র : নিউজএইটিন

এস/ আই.কে.জে/

অস্ত্রোপচার ডালিয়া জীবন্ত বার্বিডল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন