বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাধার দুধের এত উপকারিতা, প্রতি লিটার ৭ হাজার টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বছরের পর বছর ধরে গাধাকে অবজ্ঞাস্বরুপ ব্যবহার করে আসছে মানুষ। স্বীকৃতি ছাড়া কোনো কাজ করলেই আমরা বলি, ‘গাধার মতো খাঁটুনি’। তবে এবার সেসব বলার দিন হয়তো ফুরিয়ে এসেছে। গাধার দুধ এখন গরু কিংবা ছাগলের চেয়ে দামী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন সে কথাই বলছে। এতে বলা হচ্ছে, গরু কিংবা ছাগলের দুধের ৭০ গুন দামে বিক্রি করা হচ্ছে গাধার দুধ। গুজরাটে ধীরেন সোলাঙ্কি নামের এক ব্যক্তি তাঁর খামার থেকে এ দামেই বিক্রি করছেন গাধার দুধ। প্রতিলিটার গাধার দুধের দাম ৫ হাজার রুপি (প্রায় ৭ হাজার টাকা)।

ধীরেন সোলাঙ্কি দীর্ঘদিন সরকারি চাকরির জন্য চেষ্টা করেছেন। শেষমেশ তিনি বেছে নেন গাধা পালন। তাঁর খামারে ৪২টি গাধা রয়েছে। পতন গ্রামের এ খামার থেকে তিনি মাসে আয় করেন ২–৩ কোটি রুপি। ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে তার কাছে দুধের অর্ডার আসে।  

এ ব্যাপারে ধীরেন সোলাঙ্কি গণমাধ্যমে বলেন, ‘বেসরকারি চাকরি পেয়েছিলাম। তাতে পরিবার চালানো কষ্টকর ছিল। পরে গাধা পালন নিয়ে ভাবতে থাকি। কয়েকজনের সঙ্গে কথা বলে ৮ মাস আগে শুরু করি এই খামার। এতে আমার বিনিয়োগ হয়েছিল ২২ লাখ রুপি।

আরো পড়ুন : প্রায় ২০০ বছর ধরে একটি মাথা সংরক্ষিত আছে, কিন্তু কার?

তবে, বাজেভাবে শুরুটা হয়। প্রথম ৫ মাসে কোনো আয়ই হয়নি ধীরেনের। পরে বিভিন্ন রাজ্যে যোগাযোগ করে শুরু করেন দুধ বিক্রি। কর্ণাটক ও কেরালায় তিনি দুধ সরবরাহ করেন। বিভিন্ন কসমেটিকসের প্রতিষ্ঠানও এসব দুধের ক্রেতা। 

যেখানে দুধের দাম কেজিপ্রতি ৬৫ রুপি, সেখানে গাধার দুধের নাম ৭ হাজার রুপি। ফ্রিজারে রাখলে এই দুধ টাটকা থাকে। ব্যবসায়ীরা পরে এই দুধ থেকে পাউডার বানিয়ে প্রতিকেজি ১ লাখ রুপিতে বিক্রি করেন। 

গাধার দুধের উপকারিতা কী

প্রাচীন যুগ থেকেই গাধার দুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। প্রচলিত আছে, মিশরের রানি ক্লিওপেট্রা এই দুধ দিয়ে গোসল করতেন। নাক দিয়ে রক্ত পড়া, লিভারের অসুখ, বিভিন্ন বিষক্রিয়া, সংক্রামক রোগ ও জ্বরে এই দুধ খাওয়ার পরামর্শ দিতেন গ্রীক চিকিৎসাবিদ হিপোক্রেটিস।  

তবে, আজকের যুগে এসব উপকারিতা যেন সবাই ভুলতে বসেছে। সম্প্রতি আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক প্রতিবেদনে বলা হয়, মায়ের দুধের বিকল্প হিসেবে গরুর দুধের চেয়ে গাধার দুধ বেশি উপকারী। এ ছাড়া গরুর দুধে এলার্জি থাকলে গাধার দুধ সেরা বিকল্প। 

প্রতিবেদনে বলা হয়, অন্ত্রের বিভিন্ন জটিলতা সারাতে সক্ষম এই গাধার দুধ। এই দুধে দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, ডায়বেটিসে বেশ উপকারী। অন্যান্য দুধে বিভিন্ন জীবাণু থাকার শঙ্কা রয়েছে, কিন্তু এই দুধে নেই।সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে/

উপকারিতা গাধার দুধ

খবরটি শেয়ার করুন