ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরগুলোয় এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজ সোমবার (১২ই মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ সতর্ক সংকেত জারি করেছে। খবর বাসসের।
আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কতা পূর্বাভাসে এ সংকেত দেখানো হয়েছে।
সতকর্তা পূর্বাভাসে বলা হয়েছে, ‘পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর (পুনঃ) এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’
আরএইচ/
খবরটি শেয়ার করুন