রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অক্টোবরে মেট্রোরেল ছুটবে মতিঝিলে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের শতভাগ সুফল পেতে নগরবাসীর অপেক্ষা কবে রেল ছুটবে মতিঝিল পানে। অক্টোবর নাগাদ এ পথ উদ্বোধনের লক্ষ্যে এখন প্রতিরাতে ঝালিয়ে নেয়া হচ্ছে ডিপোতে থাকা বগি, তৈরি হচ্ছে দক্ষ চালক। আর এর পরীক্ষামূলক চলাচল শুরু হবে এ মাসেই।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্যগুলো জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, চলতি মাসের মধ্যে শেষ হবে এ প্রান্তের প্রতিটি স্টেশনে প্রবেশ ও বাহিরের সব কাজ। তারপরেই শুরু হবে ট্রায়াল।

অক্টোবরে আগারগাঁও থেকে মতিঝিল পথে ছুটবে ট্রেন - এ খবর এখন সবারই জানা। তবে এখনো এ লাইনে ওঠেনি ট্রেন। তাইতো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কথা রাখতে পারবে তো কর্তৃপক্ষ!

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সংবাদমাধ্যমকে জানান, এ পর্বে তাদের এগিয়ে রাখছে আগের অভিজ্ঞতা। তাছাড়া ডিপোতে থাকা প্রতিটি কোচই রাত ৮টার পর চলাচল করে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এতে করে কোচের খুঁটিনাটি দেখে নেয়া যাচ্ছে সহজেই। এ মাসেই নয় নম্বর স্টেশন পাড়ি দেবে ট্রেন। এরপর ধাপে ধাপে অক্টোবরে বাণিজ্যিক যাত্রা করবে।

প্রথম পর্বে কাজীপাড়া-শেওড়াপাড়া কিংবা পল্লবী স্টেশন ওঠানামার জায়গা নিয়ে কম ভোগান্তি হয়নি। সেই অভিজ্ঞতা থেকে এ পর্বে এক্সিট ও এন্ট্রি কাজে দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। সচিবালয় আর কারওয়ানবাজারের মতো স্টেশনগুলোর ঝামেলা মিটিয়ে এ মাসেই সিভিলওয়ার্ক শেষ করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন: রপ্তানি আয় সাড়ে ৫ হাজার কোটি ডলার ছাড়াল

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘আমাদের সর্বশেষ চ্যালেঞ্জ হলো সচিবালয়ের পাশে স্টেশন নিয়ে, এটিও সমাধান করা হয়েছে। আমাদের প্রায় সব স্টেশনের কাজ ৯০ থেকে ৯৫ শতাংশ শেষ হয়ে গেছে। ভায়াডাক্টের ওপর যে কাজটা ছিল, সেটা শতভাগ শেষ হয়েছে। আমাদের একটা টার্গেট আছে, সেই অনুসারে কাজগুলো শেষ করতে পারলে এ মাসেই সব কাজ শেষ হয়ে যাবে।

তিনি বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ধাপে ধাপে স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে।

এম/


অক্টোবর মেট্রোরেল মতিঝিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন