সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন বিচ্ছেদ ভুলে ফের মনে হয় শাকিব খানের ঘরেই ফিরছেন অপু বিশ্বাস।
কিন্তু সেই সম্ভাবনা এক ঝটকায় উড়ে গেলো রোববার (১৩ আগস্ট) বেলা ৩টা ৪৫ মিনিটে। এসময় অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখে দিলেন ‘গট ম্যারেড’। অপুর এমন স্ট্যাটাস দেখে যখন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বেশ অবাক।
অবশ্য অনেকেই ধরে নিয়েছেন নায়িকার প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এরই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন অপু। যদিও তার এই স্ট্যাটাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে ফেলা হয়।
তাহলে ঘটনা আসলে কী? সত্যি নাকি হ্যাকারের কাণ্ড। বিষয়টি নিয়ে নিজেই মুখ খুললেন অপু বিশ্বাস। জানালেন, ফেসবুকে এমন মিষ্টি অঘটন তিনি নিজেই ঘটিয়েছেন।
অপু বলেন, ‘হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।’
২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব-অপু। তবে দুজনেই খবরটি চেপে রাখেন। এরপর ২০১৭ সালে সন্তান জয়কে নিয়ে একটি টিভি লাইভে এসে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন অপু। এই ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব। অপুর সঙ্গে বাড়ে দূরত্ব। যেটার ফলস্বরূপ তাদের বিবাহবিচ্ছেদ হয়।