শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

বলিউড

আমাকে অনেকেই বাঙালি ভেবে বাংলায় কথা বলে: বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান - ছবি: সংগৃহীত

বিদ্যাকে দেখে অনেকেই বাঙালি ভেবে বাংলায় কথা বলতে শুরু করেন! সম্প্রতি এমনটাই জানালেন এ নায়িকা। আর হবে নাই বা কেন, তার পথ চলাই যে শুরু হয়েছিল ‘ভালো থেকো’ নামের একটি বাংলা ছবি দিয়ে। পরে ২০০৫ সালে বলিউডে অভিষেক হয় তার। তাও আবার কি না শরৎচন্দ্রের ‘পরিণীতা’ গল্পের প্রেক্ষাপটে তৈরি একই নামের ছবি দিয়ে। ফলে সেখানেও তাকে বাঙালির চরিত্রে দেখা গিয়েছে।

এ ছাড়া ‘কাহানি’ ছবি তো আছেই। ফলে একাধিক বাঙালি চরিত্রে অভিনয় করার দরুণ তাকে অনেকেই বাঙালি বলে ভুল করেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আজো তাকে অনেকেই বাঙালি মনে করেন, তবে তিনি একজন দক্ষিণ ভারতীয়।

বিদ্যা বলেন, ‘অধিকাংশ লোকজন আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলেন। আমি বাংলা ভাষাটা জানি বলে বুঝতে পারি। কিন্তু আমার পরিবার মাঝে মধ্যে হতবাক হয়ে যায় গোটা বিষয়টা দেখে। আমাকে কেউ ভিদ্যা বললে আমি তাদের বিদ্যা দিদি বলতে বলি।’

তবে আপনি জানেন কি, এই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যতই ভালো বাংলা বলুন না কেন তার পছন্দের খাবার কী?

তিনি দক্ষিণি খাবার খেতেই পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, সব থেকে সেরা দক্ষিণ ভারতীয় খাবার আমার বাড়িতেই পাওয়া যায়। আমি বাইরের খাবার একদম খেতে পারি না। অনেক বেশি সোডা দিয়ে দেয়। ইডলি, ডোসার মতো ভালো খাবার হয় না।

আরো পড়ুন:সৃজিত-জয়ার ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন মিথিলা

বিদ্যা জানান, ‘দক্ষিণ ভারতীয় বিয়ে বাড়িতে যান কেবল সেখানকার খাবারের জন্য। তার পছন্দের খাবারের মধ্যে পাইনাপেল কেশরী, ডোসা, ইডলি থাকে।’

এম/


বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250