সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের সাথে বৈঠকের পর লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৩ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

বামে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এবং ডানে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশ। ফাইল ছবি

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশের বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর ত্রিপলি প্রশাসন গতকাল রবিবার (২৭ আগস্ট) নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করেছে। একই সাথে লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল দিবেইবেহ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করারও ঘোষণা দিয়েছেন। 

সোমবার (২৮ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশ এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গত সপ্তাহে বৈঠক করেছিলেন। এই বৈঠকের বিষয়ে ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, “গত সপ্তাহের ওই বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।”

অবশ্য এই বৈঠকের খবর সামনে আসার পর লিবিয়ায় ছোট আকারে বিক্ষোভ হয়েছে। মূলত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি লিবিয়া।

এব্যাপারে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “নাজলা মাঙ্গুশ ইসরায়েলের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু ইতালির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে একটি বৈঠকের সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অপ্রত্যাশিতভাবে সাক্ষাৎ হয়ে যায়।”

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, “ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আকস্মিক সেই সাক্ষাতে কোন বিষয়ে আলোচনা হয়নি। তার সাথে কোন চুক্তি বা পরামর্শের বিষয়েও কথা হয়নি।। এছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে।”

এদিকে এ ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক বিবৃতিতে বলেছেন, “আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুই দেশের জন্য বিশাল সম্ভাবনার বিষয়ে কথা বলেছি।”

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সহায়তায় আয়োজন করা হয়েছিল। এতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মানবিক সমস্যা, কৃষি ও পানি ব্যবস্থাপনায় সম্ভাব্য সহযোগিতা এবং ইসরায়েলি সহায়তা নিয়ে আলোচনা করেছে। 

কোহেন বলেছেন, তিনি লিবিয়ায় ইহুদি ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মাঙ্গুশের সাথে কথা বলেছেন।

উল্লেখ্য লিবিয়ায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে তিক্ত অভ্যন্তরীণ বিভাজনের কারণে দেশটির বৈদেশিক নীতি এখনো পর্যন্ত অস্পষ্ট। 

এম.এস.এইচ/ 

লিবিয়া-ইসরায়েল নাজলা মাঙ্গুস এলি কোহেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন