বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার, নতুন শুল্ক ১৯ শতাংশ *** পাকিস্তানে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম *** বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া *** আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে *** সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙা নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চাইলেন মমতা *** এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত *** শিঙাড়া-জিলাপির জন্য সিগারেটের মতো সতর্কবার্তা দেখাবে ভারত *** নিজেকে মোটা ভাবা এক ধরনের মানসিক রোগ! *** তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার *** নিবন্ধন যাচাইয়ে এনসিপিসহ ১৪৪ দলই ফেল, সুযোগ পাচ্ছে সবাই

বলিউড

একটা ভালো অভিজ্ঞতার অপেক্ষায় আছি: তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া - ছবি: সংগৃহীত

ভারতের প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটিতেও বিগ বাজেট ও আলোচিত সিনেমা মুক্তির চর্চা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার ‘লাস্ট স্টোরিজ ২’। তবে দর্শক-সমালোচকদের মন জয় করতে অনেকটাই ব্যর্থ হয়েছে সিনেমাটি। যদিও বাস্তবের যুগল তামান্না ও বিজয় বর্মাকে একসঙ্গে পর্দায় দেখার কৌতুহল দর্শকদের মাঝে থাকবে বলে শুরু থেকেই আশাবাদী ছিলেন সিনেমাটির সংশ্লিষ্টরা। তবে তাদের সেই প্রত্যাশা মেটাতে না পারলেও দুই ইন্ডাস্ট্রির একাধিক সিনেমায় যুক্ত হচ্ছেন তামান্না।

সম্প্রতি তিনি নির্মাতা নিখিল আডবাণীর ‘বেদা’ শিরোনামের আরও একটি বলি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে বলিউড অভিনেতা জন আব্রাহামের সুঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। যা নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।


তামান্না ভাটিয়া - ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে তামান্না ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘নিখিলের গল্প বলার কৌশল আমার অত্যন্ত পছন্দের। এই ছবির মাধ্যমে জনের সঙ্গেও এই প্রথম কাজ করব। সব মিলিয়ে একটা ভালো অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’

পাশাপাশি নিজের শেষ মুক্তি পাওয়া সিনেমার ব্যর্থতা নিয়ে তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারে সব সিনেমাই বক্স অফিস মাত করবে এটা আশা করা বোকামি। উত্থান-পতন থাকবেই। তাছাড়া কোন সিনেমা বা গল্প দর্শকদের ভালো লাগবে তা তো আগে থেকে জানা সম্ভব নয়। তাই একটি সিনেমা দিয়ে সব মূল্যায়ন না করাই ভালো।’

জানা গেছে, দীর্ঘ ৫ বছর পর নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন পরিচালক নিখিল আডবাণী। সিনেমাটিতে আরও একবার পরিচালকের তুরুপের তাস জন। শুধু তাই নয়, চরিত্রের প্রয়োজনে তামান্নাকেও কাস্ট করা হয়েছে বলে জানান নির্মাতা।

আরো পড়ুন:  ফ্রান্সে গিয়ে আটকা পড়েছেন ঊর্বশী রাউতেলা

নিখিল বলেন, ‘গল্পের প্রয়োজনে তামান্নাকে দরকার ছিল। সেই জায়গা থেকে আমি এই সিনেমা নিয়ে আমার ভাবনা জানাতেই তামান্না রাজি হয়ে যায়। আমাদের ইউনিট ওকে পেয়ে খুব খুশি।’ এরইমধ্যে অ্যাকশন ঘরানার এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে রাজস্থানে। 

এম/


তামান্না ভাটিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন