বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার, নতুন শুল্ক ১৯ শতাংশ *** পাকিস্তানে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম *** বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া *** আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে *** সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙা নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চাইলেন মমতা *** এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত *** শিঙাড়া-জিলাপির জন্য সিগারেটের মতো সতর্কবার্তা দেখাবে ভারত *** নিজেকে মোটা ভাবা এক ধরনের মানসিক রোগ! *** তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার *** নিবন্ধন যাচাইয়ে এনসিপিসহ ১৪৪ দলই ফেল, সুযোগ পাচ্ছে সবাই

‘শিল্পের দোহাই দিয়ে বোনের সিঁদুর মুছে যাওয়া মেনে নেব না’, কেন বললেন অনুপম খের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

বাঁ থেকে অনুপম খের, দিলজিত দোশাঞ্জ ও হানিয়া আমির। ছবি: সংগৃহীত

‘সর্দার জি ৩’ চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে অভিনয়ের সুযোগ দেওয়াকে ঘিরে দিলজিত দোশাঞ্জের বিরুদ্ধে ওঠা বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে দিলজিত তার মতপ্রকাশের পূর্ণ অধিকার রাখেন, তবে তিনি নিজে কখনো এমন সিদ্ধান্ত নিতেন না, বিশেষ করে যখন বিষয়টি পাকিস্তানকে ঘিরে।

অনুপম খের বলেন, ‘এটা দিলজিতের মৌলিক অধিকার। তার নিজের মতপ্রকাশ করার স্বাধীনতা আছে এবং তিনি করতে পারেন। কিন্তু যদি নিজের কথা বলি, আমি হয়তো এটা করতাম না।’ ভারত ও পাকিস্তানের তুলনা টেনে অনুপম খের বলেন, ‘ভারত আমার পরিবার, পাকিস্তান আমার প্রতিবেশী। এখন আমার কোনো প্রতিবেশী যদি আমার বাবার গায়ে হাত তোলে। তারপর শিল্পের দোহাই দিয়ে আমি কখনো তাকে বলব না যে তুমি ভালো গান করো, তবলা বাজাও। এসো আমার বাড়িতে এসে একদিন পারফর্ম করে যাও। আমি এটা পারব না। আমি এত মহান নই।’

তিনি আরও বলেন, ‘আমি কারও গায়ে তুলব না, একইভাবে অন্য কাউকেও সেই অধিকার দেব না। আমার বাড়িতে যেমন আমি কিছু নিয়ম মেনে চলি, দেশের ক্ষেত্রেও তেমন। আমি এত মহান নই যে, শিল্পের দোহাই দিয়ে আমার পরিবারের ওপর আঘাত বা বোনের সিথির সিঁদুর মুছে যাওয়া মেনে নিতে পারব না।’

প্রসঙ্গত, ২০১৬ সালের উরি হামলার পর ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। এরপরও নিজের প্রযোজিত পাঞ্জাবি ‘সর্দার জি ৩’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করা নিয়ে শুরু থেকেই সমালোচিত হচ্ছেন দিলজিত দেশাঞ্জ। বিশেষ করে চলতি বছর জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের পর বিতর্ক তুঙ্গে পৌঁছেছে।

এ প্রসঙ্গে গত সপ্তাহে বলিউড তারকা অজয় দেবগনও প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ‘আমি জানি না কে কোথা থেকে ট্রোল করছেন বা কী ঠিক আর কী ভুল। আমি দিলজিতের জায়গায় নেই, তাই মন্তব্য করতে পারি না। তারও নিশ্চয়ই কিছু কারণ ছিল। সবার নিজের দৃষ্টিভঙ্গি থাকে। তাই এমন অবস্থায় কথাবার্তার মাধ্যমেই সমাধান সম্ভব। আমি কাউকে দোষ দেব না বা বলব না কী ঠিক বা ভুল।’

উল্লেখ্য, গত ২৭শে জুন বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ‘সরদার জি ৩’। এমনকি পাকিস্তানেও মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটিকে। তবে বিতর্কের জেরে ভারতে মুক্তি দেওয়া হয়নি সিনেমাটি।

জে.এস/

অনুপম খের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন