শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের

ওয়েব সিনেমাতে বাবার চরিত্রে আফজাল হোসেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পরিচালক শিহাব শাহীন এবার নতুন ওয়েব সিনেমা নিয়ে আসছেন। এর গল্প বাবা ও মেয়ের সম্পর্ক ঘিরে। সিনেমার নাম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। এতে আফজাল হোসেনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। দেশ ও দেশের বাইরে দুই ধাপে হবে ছবির কাজ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে অস্ট্রেলিয়ায় প্রথম ধাপের দৃশ্য ধারণের কথা রয়েছে।

জানা গেছে, পরিচালকের মেয়ের সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হবে ছবিটি। অভিনেতা আফজালের সঙ্গে প্রথম কাজ হবে শিহাব শাহীনের। সিনেমায় জাফর চরিত্রে দেখা যাবে আফজালকে। বিজয়া চরিত্রে অভিনয় করবেন ফারিণ।

গল্পে বিজয়া অস্ট্রেলিয়ায় লেখাপড়া ও চাকরি করে। এতে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, গল্পটি অসাধারণ। চরিত্রটিও ভালো লেগেছে। শিল্পীদের সবসময়ই একজন ভালো পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা থাকে। সবদিক বিবেচনায় এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।

আরো পড়ুন: মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’র ফার্স্ট লুক প্রকাশ হলো

ফারিণ বলেন, গল্পটি পড়ে মনে হয়েছে—কাজটি অনেক চ্যালেঞ্জিং। বিজয়া চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করব। নির্মাতা শিহাব শাহীন জানান, ছবিটি নির্মিত হবে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে। একদিন তাকে ফোন দিয়ে বলে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি।’

এ লাইনটি এবং এর পেছনে ও সামনের ঘটনার আলোকেই ছবির গল্প বলা হয়েছে। ১৫ আগস্ট শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন ফারিণ। শুটিং চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ৩০ আগস্ট দেশে শুরু হবে বাকি অংশের কাজ।

এসি/ আইকেজে 

আফজাল হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন