বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন *** খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি ও ডিএমপির কমিশনার *** আগামীকাল লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে *** তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন সৈয়দা রিজওয়ানা *** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি

কাপ্তান বাজারে ডিমের আড়তে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান পরিচালনা করছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) সকালে শুরু হয় এ অভিযান।

র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি জানান, ডিমের দাম নিয়ন্ত্রণে কাপ্তান বাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

দেশে হঠাৎ করেই বেড়ে গিয়েছে ডিমের দাম। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থা মাঠ মনিটরিং করছে।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। সে হিসাবে এক পিস ডিমের দাম পড়ছে ১৫ টাকা। পাইকারি বাজার থেকে কিনলে ডিমের ডজন পড়ছে ১৬০ থেকে ১৬৫ টাকা।

এর আগে, শনিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

এ সময় ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না রাখায় মোস্তাফিজ ট্রেডার্স ও জহিরুল হক ট্রেডার্সকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না টানানোয় মিলন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যবসায়ীরা বলছে, ডিম বিক্রয়কারী বড় প্রতিষ্ঠানগুলো বিক্রয় রশিদে দাম উল্লেখ করে না। ডিম নিতে অস্বীকৃতি জানালে ক্ষেত্রবিশেষে তাদের ডিলারশিপ বাতিল করা হয়।

ওআ/


ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250