সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কিছু মানুষ বারবার প্রেমে পড়ে, কিন্তু কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এমন অনেকে আছেন যারা সারাজীবনে মাত্র একবার প্রেমে পড়েন। তবে এমনও অনেকে আছেন যারা সারাজীবনে একাধিকবার প্রেমে পড়তে পারেন। জীবন বিভিন্ন উপায়ে উদ্ভাসিত হয়। ভালোবাসার সারাংশ অন্বেষণ এবং বোঝার জন্য একাধিকবার প্রেমে পড়া অস্বাভাবিক নয়। চলুন জেনে নেওয়া যাক কিছু মানুষ কেন বারবার প্রেমে পড়ে-

১. সম্পর্কের বৈচিত্র্য

মানুষ অনন্য জীবনের অভিজ্ঞতা, বিশ্বাস, আগ্রহ এবং ব্যক্তিত্বের অধিকারী। যা তাকে নতুন সংযোগ তৈরি করার ক্ষমতা দেয়। মানুষ যখন বেড়ে ওঠে এবং জীবনের বিভিন্ন ধাপের মধ্য দিয়ে স্থানান্তরিত হয়, তারা নতুন পরিবেশ, কাজ বা শিক্ষা অর্জনের মধ্য দিয়ে যায় যা বিভিন্ন জনের সঙ্গে পরিচয় বা সংযোগ তৈরি করার সুযোগ করে দেয়। কেউ কেউ, সম্পর্কের মধ্যে বৈচিত্র্য অন্বেষণ করতে আগ্রহী। তারা নতুনের সন্ধানে তাদের বিদ্যমান সম্পর্কগুলো দ্রুত ভেঙে ফেলতে পারে। এই ধৈর্যহীনতা সম্পর্ক ভঙ্গুর করে দেয়। ফলে তারা একজন ছেড়ে আরেকজনের কাছে ছুটে বেড়ায়।

২. ব্যক্তিগত সমৃদ্ধি

মানুষ ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে যায়। পরিবর্তনশীল পছন্দ, অগ্রাধিকার এবং মূল্যবোধের সঙ্গে নিজেকেও নতুন করে পাল্টে ফেলে। এই ব্যক্তিগত সমৃদ্ধি পছন্দের মানুষটিকে আকৃষ্ট করে সহজেই। নিজেকে আরও বেশি সমৃদ্ধ করতে গিয়ে মানুষ নতুন অভিজ্ঞতা, নতুন সম্পর্ক তৈরি করে। বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথোপকথন তাদের আরও বেশি সুযোগ তৈরি করে দেয়।

আরো পড়ুন : সারাজীবন সুখে থাকার পাঁচ উপায় জানুন

৩. পরিবর্তিত পরিস্থিতি

শিক্ষাগত বা পেশাগত কারণে নতুন শহর বা জায়গায় স্থানান্তরসহ জীবন দ্রুত পরিবর্তিত হতে পারে। পরিস্থিতির এই পরিবর্তনগুলো মানুষকে নতুন সম্পর্ক গঠনের দিকে আগ্রহী করতে পারে। এমনকী যদি সে আগে থেকেই কোনো সম্পর্কে থাকে তবুও। জীবনের পরিস্থিতিগুলো নতুন প্রেমের সংযোগ গঠনে একটি মুখ্য ভূমিকা পালন করে। এটি মানুষকে নিয়ে যেতে পারে নতুন কোনো অজানা গন্তব্যে।

৪. সামঞ্জস্যতা

রোমান্টিক অনুভূতি সাধারণত গভীর মানসিক এবং বুদ্ধিবৃত্তিক সংযোগের মাধ্যমে সৃষ্টি হয়। তাই মানুষ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাউকে পেলে তার জন্য হৃদয়ে রোমান্টিক অনুভূতি তৈরি হতে পারে। বারবার প্রেম ভাঙা এবং প্রেমে পড়ার স্বভাব অবশ্য দু’জনের মধ্যে মনের মিল গড়ে তুলতে বাধা দেয়। তখন মানুষ এমন কাউকে খুঁজে বেড়ায় যে কি না আগে থেকেই তার মতো। যার সঙ্গে নতুন করে মিল তৈরি করে নিতে হবে না।

৫. অতীতের সম্পর্ক থেকে শিক্ষা নেওয়া

অতীত অভিজ্ঞতা থেকে শেখা ব্যক্তিগত অভিজ্ঞতার একটি স্বাভাবিক অংশ। মানুষ বেশিরভাগ সময় তার পরবর্তী সম্পর্কে প্রবেশ করে অতীতের ভুলের পুনরাবৃত্তি এড়াতে চায়। কারও কারও ক্ষেত্রে প্রতিটি প্রেমকেই ভুল বলে মনে হতে পারে। এ কারণে তারা সেই প্রেম ভেঙে নতুন প্রেমে জড়ায়।

এস/ আই. কে. জে/ 

প্রেম সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন