মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

কোন কাপড় পরলে গরমকালে ঠাণ্ডা আর শীতকালে গরম লাগে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মিল রেখেই মানুষ তাদের পছন্দের পোশাক বেছে নেয়। এই যেমন গরম থেকে বাঁচতে সুতি কাপড় আবার শীত থেকে বাঁচতে উলের পোশাক। কিন্তু আপনি কি জানেন, প্রকৃতিতে এমন এক ধরনের সহজলভ্য কাপড় রয়েছে যেটি গরমকালে ঠাণ্ডা আর শীতকালে গরম অনুভূতি দিতে পারে?

তন্তু বিশারদদের মতে, এমন বৈশিষ্ট্য মূলত রয়েছে খাদিতে। খাদি একটি বহুমুখী ফেব্রিক্স হওয়ায় এটি পরার পর গ্রীষ্মকালে শীতল এবং শীতকালে উষ্ণ অনুভব করা যায়। তাই সারা বছরই ব্যবহার করা যায় খাদি কাপড়ের তৈরি পোশাক।

ইতিহাস থেকে জানা যায়, বাংলার খাদির জনপ্রিয়তা ছিল বিশ্বজোড়া। ১২শ শতাব্দীতে ইতালিয়ান ব্যবসায়ী মার্কো পোলো বাংলার খাদিকে ‘মাকড়সার জালের চেয়েও বেশি মিহি’ বলে অভিহিত করেছিলেন।

 মধ্যযুগ এমনকি মোগল যুগে দেশীয় খাদির জনপ্রিয়তা এত বেশি ছিল যে বিদেশে রফতানি হত এ কাপড়। জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী এবং সুহাসিনী দাস সব সময় খাদির পোশাকই পরেছেন।

আরও পড়ুন : ভারতের লক্ষ্ণৌয়ে ৩০ লাখ টাকার শাড়ি!

মোটা ও পাতলা দুই ধরনেরই খাদি হয়ে থাকে। আগে শুধু সুতি ও সিল্ক খাদি উৎপাদন হলেও যুগের সাথে তাল মিলিয়ে এখন রেশমী, মুগ, তসর, উলেরও খাদি তৈরি করা হচ্ছে। দেশীয় পোশাকের বিস্তৃতি ঘটাতে তৈরি করা হচ্ছে খাদির তৈরি পাঞ্জাবী, শাড়ি, থ্রি পিস,  টু পিস, শার্ট, কুর্তা, টপ্স, শাল ও নানা ধরনের ওয়েস্টার্ন পোশাকও।

দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে বিভিন্ন উৎসবে প্রাধান্য দিতে পারেন নানা ডিজাইনের খাদির পোশাক। এতে করে আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন আবার দেশীয় শিল্পটিও পাবে একটি উজ্জ্বল ভবিষ্যত।  

এস/ আই. কে. জে/ 

শীতকাল গরমকাল কাপড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন