বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘরেই তৈরি করুন সুস্বাদু নাট বিস্কুট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিস্কুট সবাই আমরা সাধারণত বাইরে থেকেই কিনে খাই। তবে সব ধরনের খাবার ঘরে তৈরি করে খাওয়াই স্বাস্থ্যকর। সেইসঙ্গে এই অভ্যাস সাশ্রয়ীও। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে শিশুর টিফিন, বিস্কুট প্রয়োজন হয়ই। আপনি চাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করতে পারেন নাট বিস্কুট। এটি সুস্বাদু এবং তৈরি করতে সময়ও লাগে কম। চলুন তবে জেনে নেওয়া যাক নাট বিস্কুট তৈরির রেসিপি-

উপকরণ-

মাখন- ১০০ গ্রাম

ঘি- ১০০ মিলি

ময়দা- আড়াই কাপ

আমন্ড গুঁড়া- আধা কাপ

আরো পড়ুন : তেল ছাড়াই সুস্বাদু খাসির মাংস রান্নার দুর্দান্ত রেসিপি

আইসিং সুগার- ১ কাপ

ডিম- ১টি

ভ্যানিলা- ১ চা চামচ

পানি- ১ টেবিল চামচ

বেকিং পাউডার- আধা চা চামচ।

পদ্ধতি-

মাখন, ঘি, আইসিং সুগার, ভ্যানিলা এসেন্স বিট করুন। এবার ডিম বিট করুন। পানি দিয়ে বিট করে ময়দা ও আমন্ড গুঁড়া মাখুন। মাখানো ময়দা ৪৫ মিনিট সাধারণ তাপমাত্রায় রেফ্রিজারেটরে রাখুন। রেফ্রিজারেটর থেকে বের করে ডাবল পলিথিন দিয়ে আড়াই সেমি পুরু করে বেলুন। এবার পছন্দমতো নকশা কাটুন। গ্রিজ করা ট্রেতে বিস্কুট দিয়ে প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রিতে ২২ মিনিট বেক করুন দ্বিতীয় রেকে। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/

রেসিপি নাট বিস্কুট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250