শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টুইটারের নাম ‘এক্স’ হতেই হু হু করে নামছে ডাউনলোড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের বিগত কয়েক দিনে একাধিক পরিবর্তন হয়েছে। যোগ হয়েছে নতুন টুইটার ব্লু সাবস্ক্রিপশন যার মাধ্যমে অ্যাকাউন্টে ব্লু টিক পেয়ে থাকেন ইউজাররা। তবে এর মধ্যে সবথেকে বড় বদল টুইটারের নাম পরিবর্তন করা।

গত মাসেই টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। তারপরই হইচই মেতে যায় ইন্টারনেটে। বহু জনের নানা মন্তব্য আসতে শুরু করে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এলন মাস্ক। কিন্তু তার এই সিদ্ধান্ত যে উল্টো পথে হাটতে শুরু করেছে। সম্প্রতি ব্যাপক হারে ডাউনলোড সংখ্যা কমতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের।

এরিক সুফার্ট নামক এক বিশ্লেষক একটি গ্রাফ শেয়ার করে দাবি করেন, প্ল্যাটফর্মের নাম এক্স হয়ে যাওয়ার পর টপ ডাউনলোড চার্ট থেকে নেমে গিয়েছে অ্যাপটি। অ্যাপেল অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েড প্লে স্টোর উভয় জায়গাতেই ধস নেমেছে অ্যাপের ডাউনলোডে।

টুইটারের নাম পরিবর্তনে ডাউনলোডের সংখ্যা কমে যাওয়ায় আপাতত কোনও প্রতিক্রিয়া দেননি ইলন মাস্ক।

আর.এইচ

টুইটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন