ছবি: সংগৃহীত
নীতিমালা চূড়ান্ত না হওয়ায় নন-ক্যাডারদের নিয়োগ প্রক্রিয়া দেড় বছরেও শুরু করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নন-ক্যাডার নীতিমালা প্রকাশের পর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে পিএসসি। সোমবার ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের মধে থেকে নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম পূরণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২০ জুন) থেকে। এ প্রক্রিয়া চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি পদ পছন্দক্রমে দিতে পারবেন।
আজ সকাল ১০টা থেকে নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। যা চলবে আগামী ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: এইচএসসি পাসে ট্রাস্ট ব্যাংকে চাকরি, দ্রুত আবেদন করুন
৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ৩৮৪ জনকে।
এসি/ আই. কে. জে/