ছবি: সংগৃহীত
ঢাকা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য ছিল লিড বাড়ানোর। জাকিরের কল্যাণে সকালের শুরুটাও ছিল দারুণ। কিন্তু হঠাৎই ছন্দপতন। দিনের শুরুতে স্কোরবোর্ডে ২৬ রান যোগ করতেই পাঁচ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। শেষপর্যন্ত টাইগাররা গুটিয়ে যায় ১৪৪ রানে। এতে কিউইদের সামনে ১৩৭ রানের মাঝারি লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা।
২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। জাকির ১৬ ও মুমিনুল শূন্য রানে ক্রিজে নেমেছিলেন। জাকির আক্রমণ শুরু করেন দ্বিতীয় ওভার থেকেই। মুমিনুল তখন হাত খুলতে শুরু করেন কেবল। দুজন মিলে যোগ করেছিলেন ৩৩ রান। এটিই দিনের সর্বোচ্চ পার্টনারশিপ। ১০ রান করার পর অ্যাজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।
৭১ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। এরপর মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৯ রানে মিচেল স্যান্টনারের বলে ড্যারেল মিচেলকে ক্যাচ দেন তিনি। শাহাদাত হোসেন দিপু আগের ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে একশর বেশি বল খেললেও এদিন স্থায়ী হন মাত্র ১১ বল।
এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন টাইগার ব্যাটাররা। ব্যাট হাতে দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন শাহাদাত হোসেন দিপু ৪, মেহেদী হাসান মিরাজ ৩, নুরুল হাসান সোহান ০ ও নাঈম হাসানরা ৯। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় লক্ষ্য থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন টাইগার ওপেনার জাকির হাসান।
তার ফিফটিতে ভর দিয়েই লড়াকু পুঁজি সংগ্রহ করেছে শান্ত বাহিনীরা। শেষ পর্যন্ত ১৪৪ রানে বাংলাদেশের ইনিংস ধামলে ১৩৬ রানের লিড পায় টাইগাররা। এদিকে নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ ৬ উইকেট নেন অ্যাজাজ প্যাটেল।
ওআ/