সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পরমাণু অস্ত্র উৎক্ষেপণে সক্ষম সাবমেরিন উদ্ভাবন করলো উ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পরমাণু অস্ত্র বহন ও উৎক্ষেপণে সক্ষম সাবমেরিন উদ্ভাবন করেছে উত্তর কোরিয়া। দেশটির উদ্ভাবিত নতুন এ সাবমেরিন থেকে দূর ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলও নিক্ষেপ করা সম্ভব। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এদিকে নতুন এই সাবমেরিনের ব্যাপারে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন বলেছেন, “এই সাবমেরিন উদ্ভাবনের ফলে দেশের নৌবাহিনী আরও একটু শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেল। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক। এটি পরমাণু অস্ত্র বহন এবং প্রয়োজনে ছুঁড়তে পারে।”

তিনি আরো বলেন, “দেশের স্থল এবং নৌ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। প্রয়োজনের সময় সকলেই যাতে পরমাণু অস্ত্র ব্য়বহার করতে পারে, সেই রাস্তাই তৈরি করা হচ্ছে।”

উত্তর কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে ৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে।

আপাতত এই সাবমেরিনটি উত্তর কোরিয়া ও জাপানের মধ্যবর্তী এলাকায় নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নিবে। উত্তর কোরিয়ার হাতে আরও সাবমেরিন থাকলেও নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে পিয়ং ইয়ং। 

এম.এস.এইচ/ 

উ.কোরিয়া সাবমেরিন পরমাণু অস্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন