শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

পরীমণির সঙ্গে যোগাযোগ করলেন রাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

পরীমণি ও শরিফুল রাজ - ছবি: সংগৃহীত

বেশ কয়েক মাস ধরেই আলাদা থাকছেন পরীমণি ও শরিফুল রাজ। এ কথা সবার জানা। তবে নতুন খবর হচ্ছে, বিপদে পড়ে পরীমণির সঙ্গে যোগাযোগ করেছেন রাজ। কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে দেখানো হচ্ছে রাজের দুটি ছবি। সেকারণে পশ্চিমবঙ্গে রয়েছেন অভিনেতা। কিন্তু সেখানে গিয়ে মুঠোফোন হারিয়ে ফেলেন রাজ। এরপর অন্যের মোবাইল ফোনে যোগাযোগ করেন পরীর সঙ্গে।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে নন্দনে সিনেমা দেখতে গিয়েছিলেন অভিনেতা শরিফুল রাজ। পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেই বিপদে পড়েন অভিনেতা। পকেটমারের কবলে পড়ে হারিয়ে ফেলেছেন নিজের ফোন। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও শেষ পর্যন্ত মেলেনি মোবাইল ফোন। তাকে মোবাইলটি খুঁজতে দেখে নন্দনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ চলে আসেন। শরিফুল তাদের সবটা খুলে বলেন। এই ঘটনার পরেই অভিনেত্রী পরীমণির সঙ্গে প্রথম যোগাযোগ করার চেষ্টা করেন রাজ।


পরীমণি ও শরিফুল রাজ - ছবি: সংগৃহীত

জানা যায়, ফোন হারানোর পরেই সহকারীর ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন অভিনেতা শরিফুল রাজ। এ ঘটনায় রবিবার হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়। নন্দন ও রবীন্দ্রসদন এলাকার প্রত্যেক সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দা বিভাগ। 

এদিকে এ প্রসঙ্গে পরীমণি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ফোন হারিয়ে যাওয়ার পর অন্যের ফোন থেকে রাজ মেসেজ করেছিলেন। এসময় অভিনেত্রী বলেন, ‘সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে’। 

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে চলতি বছরের শুরুতেই বেঁকে যায় রাজ-পরীর পথ। আপাতত আলাদা থাকছেন তারা।

আরো পড়ুন:খবরটি সত্য নয়, আমি মা হচ্ছি না: মাহিয়া মাহি

তিনদিন ধরে কলকাতার নন্দনে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ২৯-৩১ জুলাই প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে চলচ্চিত্র উৎসব। ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’-সহ উৎসবে মোট ২৩টি সিনেমা দেখানো হচ্ছে। এ উৎসবকে ঘিরে অপু বিশ্বাস, নুসরত ফারিয়া থেকে শুরু করে ফেরদৌস, শরিফুল রাজের মতো অনেক বাংলাদেশি অভিনেতারা কলকাতায় আছেন। 

এম/


পরীমণি শরিফুল রাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন