রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

পুরুষের যে পাঁচ স্বভাব মেয়েরা পছন্দ করে না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কেউ কাউকে কারণ ছাড়া পছন্দ করতে পারে না। একথা ধ্রুব সত্য। নারীরা পুরুষদের পছন্দ করার পেছনে যেমন কিছু কারণ থাকে তেমনই অপছন্দ করার পেছনেও নানান কারণ থাকে। তাই এই কারণগুলো জেনে আগে থেকে সতর্ক হয়ে যাওয়াই শ্রেয়।

সে রকম কয়েকটি কারণ দেওয়া হল, যেগুলো নারীরা একজন পুরুষের মধ্যে থাকা পছন্দ করেন না। 

নেশা করা

যারা নেশা করেন কারণে-অকারণে, তাঁদের নারীরা বিশেষ পছন্দ করে না। বর্তমানে অনেক যুবক নেশা করাকে স্মার্টনেস কিংবা কুলনেস হিসেবে দেখেন। নেশা করা কিছু মহিলা পছন্দ করলেও বেশিরভাগ মহিলা কিন্তু নেশাকে ভালো চোখে দেখেন না।

কারণ তাঁরা জানেন যে সমস্ত যুবকরা নেশা করেন তাঁদের ভবিষ্যৎ অতল সমুদ্রতে ডুবে। তাই তাঁরা নেশাগ্রস্ত মানুষদের থেকে দূরে থাকেন।

আরো পড়ুন: কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার সঙ্গী পরকীয়ায় জড়িয়েছে

এক নারীতে সন্তুষ্ট নন

একাধিক নারীসঙ্গও কোনও নারীর পছন্দ নয়। কারণ কোনও নারীই চাইবে না তার পছন্দের পুরুষের একাধিক নারী সঙ্গী থাকুক। নারীরা কোনও ভাবেই এ রকম পুরুষদের সাথে সম্পর্ক রাখেন না।

কিন্তু প্রথমে যদি না জেনেবুঝে কখনো সম্পর্কে এসে যায় তাহলে তাঁরা চায় যাতে দ্রুত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে। কারণ তাঁদের কাছে এটি এক প্রকার যন্ত্রণা।

মেয়েদের ছোট করে দেখা

আধুনিকতার একদম শিখরে পৌঁছে গিয়েছে সভ্যতা। তবে এই যুগে দাঁড়িয়েও কিছু ব্যক্তি সেই পুরনো ধ্যান-ধারণাকে সঙ্গী করে বেঁচে আছেন। তাদের কাছে, নারীর কোনও গুরুত্বই নেই। বরং নারীর উত্তরণকে ছোট করার কাজেই তারা ব্যস্ত থাকেন।

আপনিও কী এমন ভুল করেন? উত্তর হ্যাঁ হলে এখনই নিজেকে বদলে ফেলুন। নারীদের সবসময় সম্মান দিন। তাদের এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুন। তাহলেই নারীদের মনের মানুষ হয়ে উঠতে পারবেন।

বেশি গম্ভীর

কিছু পুরুষ অতিরিক্ত গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। তারা সবসময় মুখ গোমড়া করে বসে থাকেন। আর তাদের এমনতর আচরণ দেখে দূরে থাকতে শুরু করেন নারীরা। তাই গম্ভীর স্বভাব ছেড়ে এখন থেকে একটু হাসিখুশি থাকার, সবার সঙ্গে মেশার চেষ্টা করুন। এর মাধ্যমেই কোনও এক রাজকন্যার মনে হয়তো জায়গা করে নিতে পারবেন। ফুটবে বিয়ের ফুল।

অতিরিক্ত সন্দেহ

মেয়েদেরও সমানভাবে বাঁচার অধিকার রয়েছে। তাই সম্পর্কে আসা মানেই সব সময় তাকে আপনি সন্দেহের চোখে দেখবেন এমনটা নয়। এরকম পুরুষ মেয়েরা খুবই অপছন্দ করে। পুরুষদের যেমন বন্ধুবান্ধব থাকে, মেয়েদেরও থাকে। তাই এইসব নিয়ে অযথা সন্দেহ করা ঠিক নয়। 

এসি/ আই. কে. জে/ 



পুরুষ মেয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন