বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

পেঁয়াজ রফতানিতে কি শুল্কায়ন মূল্য বাড়িয়েছে ভারত?

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

৪০ ভাগ শুল্ক আরোপের পর এবার ভারত সরকার পেঁয়াজ রফতানিতে শুল্কায়ন মূল্য বাড়িয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এ খবর সত্যি হলে পেঁয়াজ আমদানিতে খরচ যেমন বাড়বে একইসাথে বন্দরে পণ্যটি আমদানিতেও প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে ভারতীয় পেঁয়াজ রফতানিকারকরা হিলি স্থলবন্দরের বাংলাদেশি পেঁয়াজ আমদানিকারকদের মুঠোফোনে এই তথ্য জানিয়েছেন বলে জানা গেছে। আজ থেকেই নতুন এই শুল্কায়ন মূল্য কার্যকর হবে বলেও ভারতীয় রফতানিকারকরা তাদের জানিয়েছেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, “শুক্রবার পেঁয়াজ রফতানির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। শুক্রবার রাতে ভারতীয় রফতানিকারকরা মোবাইল ফোনে সেই বিষয়টি আমাদের জানিয়েছেন। এত দিন পেঁয়াজ রফতানির ক্ষেত্রে আমরা যে ১৫০/২০০ মার্কিন ডলার মূল্যে যে এলসি খুলতাম এর ওপর ৪০ ভাগ শুল্ক পরিশোধ করেই পেঁয়াজ বাংলাদেশে রফতানি করতো ভারত। কিন্তু এ ক্ষেত্রে তারা নতুন নির্দেশনা জারি করেছে, যে মূল্যেই এলসি করা হোক না কেন ভারতীয় কাস্টমসে প্রতি টন পেঁয়াজের ৩২৫ মার্কিন ডলার শুল্কায়ন মূল্য ধরে শুল্ক পরিশোধ করেই পেঁয়াজ রফতানি করতে হবে। ভারতের কৃষি পণ্যের মূল্য নির্ধারণি সংস্থা নতুন এই শুল্কায়ন নির্ধারণ করে দিয়েছে। পুরোনো নতুন সব এলসির ক্ষেত্রেই এই মূল্য পরিশোধ করতে হবে। এর ফলে বর্তমানে পেঁয়াজের কেজি প্রতি যে প্রকারভেদে ৫/৭ টাকা শুল্ক পরিশোধ করতে হতো সেটি বেড়ে ১১টাকার মতো পরিশোধ করতে হবে। তবে সেটিই ফিক্সড কি না এখনও নিশ্চিত নয়।”

এব্যাপারে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ পেঁয়াজ রফতানির ক্ষেত্রে শুল্কায়ন মূল্য ৩২৫ মার্কিন ডলার করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কোন নোটিফিকেশন এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। আজ বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে জানান তিনি।

এম.এস.এইচ/ 

আমদানি পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250