সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুদানে সশস্ত্র সংঘর্ষের কারণে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ পরামর্শটি অবগত করা হলো।

এদিকে এ ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সুদানে বসবাসরত বাংলাদেশিদেরও পরামর্শ দেওয়া হচ্ছে।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) লড়াইয়ে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। সংঘাত চলতে থাকায় রাজধানী খার্তুম ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লড়াইয়ে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ মরদেহগুলো রাস্তায় পড়ে আছে এবং সেগুলো সেখান থেকে উদ্ধার করা এ মুহূর্তে খুব বিপজ্জনক। চিকিৎসকদের একটি সিন্ডিকেট হতাহতদের পর্যবেক্ষণ করছেন। আহত অনেকে চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে পারছেন না। বিশ্বের বিভিন্ন দেশের সরকার সুদানে আটকে থাকা হাজার হাজার নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করেছে। আটকে পড়াদের মধ্যে জাতিসংঘের অনেক কর্মীও রয়েছেন।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া দেশটির দুই জেনারেলের বাহিনীর মধ্যে গত শনিবার সহিংসতা শুরু হয়। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ও তার ডেপুটি মোহাম্মদ হামদান ডাগলো নেতৃত্বাধীন আরএসএফ সদস্যদের মধ্যে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে চূড়ান্ত চুক্তির মূল শর্ত ছিল আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূতকরণ। কিন্তু আরএসএফ এখনই একীভূত হতে চায় না। তারা এর জন্য অন্তত ১০ বছর সময় চায়।

এম/

আরো পড়ুন:

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে : পররাষ্ট্রমন্ত্রী

সুদান পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250