শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

টেলিভিশন

এবার ‘বউ চোরা বক্কর’ জাহিদ হাসান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতি ঈদেই ব্যতিক্রমী সব চরিত্রে দেখা যায় জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। এবারও তার বতিক্রম হচ্ছে না। ঈদের ৬ষ্ঠ দিন আজ ‘বউ চোরা বক্কর’ হয়ে হাজির হচ্ছেন তিনি।

চ্যানেল আইতে আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘বউ চোরা বক্কর’। মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের রচনা ও পরিচালনায় এতে জাহিদ হাসান ছাড়া আরও অভিনয় করেছেন আইরিন আফরোজ, শফিক খান দিলু প্রমুখ।

গল্পে দেখা যাবে, আবু বক্কর গ্রামের হাস্যোজ্জ্বল, শিক্ষিত মানুষ। দেখা হলেই মানুষকে দুটি জ্ঞানের কথা বলে। সবার সঙ্গে তার ওঠাবসা। সবাই তাকে অনেক ভালোবাসে পছন্দ করে। অনেকেই তাকে মজা করে বলে এতো জ্ঞান দাও জ্যোতিষ বিদ্যা শিখলে নাকি? সে ও মজা করে বলে শিখলাম আর কী। আবু বক্করের সঙ্গে গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সোনালির সঙ্গে সেই অনেক আগে থেকে প্রেম ভালোবাসা আছে। আবু বক্কর মফস্বল শহরের ছোট একটা চাকরি করে। যে টাকা আসে সেটা দিয়ে আসলে তার পরিবার ঠিকমতো চালাতে পারে না। এদিকে বিয়ের বয়স পার হয়ে যেতে থাকে।

আরো পড়ুন:যে কারণে পুলিশের কাছে দীপিকা পাড়ুকোন

চাকরির সুবাদে অনেকদিন বক্কর গ্রামে আসে না। এই সুযোগে সোনালির বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। বক্কর গ্রামে আসার পর শোনে সোনালির বিয়ে হয়ে গেছে জালাল নামে এক ব্যক্তির সঙ্গে। সোনালির সঙ্গে কোনোদিন তার স্বামীর সঙ্গে বনিবনা হয়নি। জালাল এখনও বুঝতে পারেনি সোনালি কোন কারণে তাকে মেনে নিতে পারছে না। বিয়ের পর থেকে তাদের একই ঘরে শয়ন হলেও একই বিছানায় শয়ন হয়নি। জালাল একজন গুনিন বা জ্যোতিষীর স্মরণাপণ্ন হতে চায়। খবর চলে আসে বক্করের কাছে। সে জ্যোতিষী সেজে বাড়িতে প্রবেশ করে!

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন