সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনের ফাঁকে হাসিনা-মোদি বৈঠকের সম্ভাবনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

বামে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এশিয়ার এ দুই নেতাই চলতি সপ্তাহে জোহানেসবার্গ সফরে যাচ্ছেন।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিবেন এ দুই দেশের প্রধানমন্ত্রী। এজন্য তাঁরা ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার জোহানেসবার্গ সফরকালে সেখানে উপস্থিত কয়েকজন নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কাদের সাথে মোদি বৈঠক করবেন এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি। 

এদিকে সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন যে, ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য জোহানেসবার্গের চেয়ে নয়াদিল্লি ভালো হবে। ইতোমধ্যেই বৈঠকের বৈঠকের ব্যাপারে দুই দেশের মধ্যে যোগাযোগ হয়েছে। 

সেই সাক্ষাৎকারে মোমেন আরও বলেন যে, আফ্রিকা একটি উদীয়মান তারকা এবং বাংলাদেশ এই মহাদেশের দেশগুলির সাথে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করতে চায়।

তিনি বলেন, "আফ্রিকার দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খুব বেশি শক্তিশালী নয়। আমরা সেখানে দুটি মিশন খুলেছি। প্রধানমন্ত্রী এই মিশনগুলোকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে, বৃহত্তর প্রচেষ্টার জন্য নির্দেশনা দেবেন।”

২০১৯ সালের পর এই ব্রিকস সম্মেলনেই প্রথম, যেখানে সংগঠনটির নেতারা সশরীরে সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে ব্রিকসের গৃহিত উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা করা হবে। একই সাথে ভবিষ্যত কার্যকলাপের ক্ষেত্রগুলি চিহ্নিত করা হবে। 

ব্রিকস শীর্ষ সম্মেলনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোহানেসবার্গে "ব্রিকস–আফ্রিকা আউটরিচ অ্যান্ড ব্রিকস প্লাস ডায়ালগ"-এ অংশ নেবেন। এতে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত অন্যান্য দেশগুলিও অংশগ্রহণ করবে। 

এম.এস.এইচ/

হাসিনা-মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন