রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের জাতীয় অন্ধ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে নাগাল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ১৭ থেকে ২০ মে ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত ভারতীয় অন্ধ ফুটবল ফেডারেশন (আইবিএফএফ) এর জাতীয় পর্যায়ের ৭ম পুরুষ সংস্করণ এবং ৩য় নারী সংস্করণে নাগাল্যান্ড অন্ধ পুরুষ ফুটবল দল তার অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে, অসাধারণ দক্ষতার মাধ্যমে অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত নর্থ ইস্ট জোনাল কোয়ালিফায়ারে তৃতীয় স্থান অর্জন করে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে দলটি। 

সম্প্রতি সমাপ্ত হওয়া জাতীয় এ টুর্নামেন্টে সারাদেশ থেকে ১৯টি রাজ্যের দল অংশগ্রহণ করেছিল।

নাগাল্যান্ড দলের নেতৃত্বে ছিলেন হেড কোচ ডিথোজো ইয়োহো, সহকারী কোচ এবং গোল গাইড কেজালেতো জেকো, গোলরক্ষক রংসেনিয়াঙ্গারসহ ওডিমংবা, রাগুলং নিউমাই, খোলাং, ইয়াফো এবং হ্যাংমেই হেনকা।

প্রত্যেক খেলোয়াড় খেলার মাঠে তাদের দক্ষতা প্রদর্শন করে সমর্থক এবং সহ খেলোয়াড় বা প্রতিদ্বন্দ্বীদের মন জয় করে। এ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য তাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে এবং প্রতিটি চ্যালেঞ্জ জয় করেই তারা এ পর্যায়ে আসতে পেরেছে। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে জয় লাভ করেও গ্রুপ পর্বে কেরালার কাছে হেরে গিয়ে সেমি ফাইনালে পৌঁছাতে পারেনি নাগাল্যান্ড দল।

তবে সহকারী কোচ কেজালেতো জেকো প্রতিবন্ধী খেলোয়াড়দের সহযোগিতা প্রদানের জন্য রাজ্য কমিশনারের অফিস, সমাজকল্যাণ অধিদপ্তর এবং যুব সম্পদ ও ক্রীড়া অধিদপ্তরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তুলনামূলকভাবে নতুন হওয়া সত্ত্বেও পুরো টুর্নামেন্ট জুড়ে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে দলটি। তাদের এ পরিশ্রম এবং সফলতা নাগাল্যান্ড এবং তার বাইরের অন্ধ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জাতীয় পর্যায়ে নাগাল্যান্ড অন্ধ ফুটবল দলের সফল অংশগ্রহণ নাগাল্যান্ডের দৃষ্টি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের দৃঢ় সংকল্প ও চেতনার প্রমাণ।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন