মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে খেলতে আসছেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ক্লাবে ক্রিস্তিয়ানো রোনাল্ডো, নেইমার, করিম বেঞ্চেমা যোগ দেওয়ার ফলে ভারতীয় ফুটবল সমর্থকরা খুশি হয়েছিলেন। এর কারণ ছিল এই তারকাদের ভারতের মাটিতে খেলতে দেখতে পাওয়া। এএফসি কাপের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এবার সেটাই হতে চলেছে। ভারতে খেলতে আসতে পারেন নেইমার। সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়। যেখানে মুম্বই সিটি এফসি ও আল হিলাল একই গ্রুপে পড়ে। এবার ভারতে আল হিলাল খেলতে আসবে। ফলে নেইমারের আসার সম্ভবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এএফসি’র সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে।

গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এবার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ডি-তে পড়েছে মুম্বাই ও আল হিলাল। এ দুটি ক্লাব ছাড়াও গ্রুপে রয়েছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর।

মুম্বাই বনাম আল হিলাল ম্যাচটি হওয়ার কথা রয়েছে পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে। সেখানে দর্শকসংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ফলে খুব বেশি মানুষ নেইমারকে দেখার সুযোগ পাবেন না।

আর.এইচ

নেইমার

খবরটি শেয়ার করুন