ছবি: সংগৃহীত
চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষ অংশ নিচ্ছেন। যার যতটুকু সামর্থ্য আছে, নিজ নিজ অবস্থান থেকে সবাই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছেন। কেউ ব্যক্তিগত গাড়িতে, আবার কেউ ট্রাকে, সিএনজি, রিকশা বা হাতে করে ত্রাণসামগ্রী নিয়ে আসছেন।
রাজধানীর বিভিন্ন স্থান থেকেও ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন অসংখ্য মানুষ।
গত রোববার (২৫শে আগস্ট) বন্যার্তদের সহায়তায় ‘গণত্রাণ’ কর্মসূচিতে ২২ হাজার টাকা দেন রিকশা চালক দেলোয়ার হোসেন।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন