রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স *** আ. লীগ ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান *** ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, ভুখা মিছিল ৩টায় *** তালেবান শাসকদের অবশ্যই ভারত–সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান *** আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি

বন্যার্তদের সহায়তায় ২২ হাজার টাকা দিলেন রিক্সাচালক!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতিতে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষ অংশ নিচ্ছেন। যার যতটুকু সামর্থ্য আছে, নিজ নিজ অবস্থান থেকে সবাই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছেন। কেউ  ব্যক্তিগত গাড়িতে, আবার কেউ ট্রাকে, সিএনজি, রিকশা বা হাতে করে ত্রাণসামগ্রী নিয়ে আসছেন।

রাজধানীর বিভিন্ন স্থান থেকেও ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন অসংখ্য মানুষ। 

গত রোববার (২৫শে আগস্ট) বন্যার্তদের সহায়তায় ‘গণত্রাণ’ কর্মসূচিতে ২২ হাজার টাকা দেন রিকশা চালক দেলোয়ার হোসেন। 

এসময় তিনি সংবাদিকদের জানান, আমার কাছে এখন কি রকম লাগে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছিনা। এই টাকা আমার না, আমি মসজিদে গিয়ে আমার এলাকার মানুষের কাছ থেকে ১০ টাকা দুই টাকা পাঁচ টাকা করে ২২ হাজার টাকা কালেকশন করেছি। 

এদিকে অনলাইন-অফলাইন মিলিয়ে রোববার (২৫শে আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত ৪ দিনে মোট ৫ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬০৩ টাকা সংগ্রহ হয়েছে। আর ৫০ ট্রাক ত্রাণসামগ্রী বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। প্রতি ট্রাকে ৮০০ থেকে ১০০০টি ত্রাণসামগ্রীর প্যাকেজ (এক পরিবার) ও ২০-৩০ কেস পানি রয়েছে। অন্যদিকে বিভিন্ন খাতে মোট ব্যয় করা হয়েছে ৩০ লাখ ১২ হাজার ৯৭০ টাকা।

ওআ/কেবি

বন্যার্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250