শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান

ভারত আমাকে শিখিয়েছে স্বাধীনতার আসল অর্থ: অভিনেত্রী ইলনাজ নৌরোজী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: ইলনাজ নৌরোজী

২০১৫ সালে প্রথমবারের মতো ভারত আসেন ইরানিয়ান-জার্মান মডেল এবং অভিনেত্রী ইলনাজ নৌরোজী। ভারতের স্বাধীনতা দিবসের মূহুর্তে, তিনি স্বীকার করেন যে, এখানে এসেই তিনি স্বাধীনতার মূল অর্থ বুঝতে শিখেছেন। ভারত এবং ভারতীয়দের সাথে তার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে বলেন তিনি। ইরানের বাসিন্দা হয়েও ভারতের সাথে তিনি মনের টান খুঁজে পান।

১৫ আগস্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে স্বাধীন হয়েছিল ভারত। ইলনাজ বলেন, এক সময় তৃতীয় বিশ্বের দেশ হিসেবে পরিচিত ছিল ভারত। বর্তমানে এ দেশ বিশ্বের বুকে শক্তিশালী দেশ হিসেবে সুপরিচিত। দেশটির উন্নতি নিয়ে তিনিও গর্ববোধ করেন।

জার্মানিতে থাকাকালীন সময়ে তিনি বুঝতে পারেন স্বাধীনতা কি এবং ভারতে এত বছর ধরে থেকে তিনি বুঝতে পেরেছেন স্বাধীনতার আসল অর্থ কি, প্রকৃত স্বাধীনতা কাকে বলে। ইরানের মানুষেরা ন্যুনতম মানবিক চাহিদাটুকুও পূরণ করতে পারে না। আর তাই তিনি স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ভারত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং তিনি চান তার দেশ ইরানও যেন খুব শীঘ্রই এমন একটি রাষ্ট্রে পরিণত হতে পারে।

তিনি যখন ভারতে আসেন, তখন তিনি এখানকার ভাষাটুকু পর্যন্ত জানতেন না। অথচ ভারতীয়রা তাকে অল্প সময়ের মধ্যেই আপন করে নেয়।

"হ্যালো চার্লি" বা "যুগ যুগ জিও" এর মতো চলচ্চিত্রে কাজ করা এ অভিনেত্রী জানান, ভারতীয়রা অত্যন্ত অতিথিপরায়ণ আর তাই তিনিও খুব তাড়াতাড়ি ভারতকে আপন করে নিতে পেরেছেন। 

এম.এস.এ্

ভারতের স্বাধীনতা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন