শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

মিষ্টি কাঁঠাল চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলছে ফলের মৌসুম। বাজার ইতিমধ্যে কাঁঠাল, আম, লিচু, তরমুজ বিভিন্ন মৌসুমি ফলে ছেয়ে গেছে। তবে অনেক সময় পাকা বা ভালো বলে কাঁচা ফল ধরিয়ে দেন বিক্রেতারা। এ ছাড়া অনেক মিষ্টি হবে ভেবে বাসায় ফল আনার পর তা আর খাওয়ার উপযুক্ত থাকে না।

সময় এখন পাকা কাঁঠালের। স্বাদে অতুলনীয় মিষ্টি পাকা কাঁঠালে আছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও চিনি। কিন্তু পাকা ও মিষ্টি কাঁঠাল চিনতে অনেকেই ভুল করেন।

তাহলে বাহির থেকে কীভাবে বুঝা যাবে যে কাঁঠালটা পরিপক্ক এবং খেতে মিষ্টি হবে। চলুন জেনে নেই কিছু উপায়।

১. কাঁঠালটি মিষ্টি কি না, তা বোঝার জন্য প্রথমেই নজর দিন কাঁঠালের রং এ। পাকা কাঁঠালের রং ই আলাদা হয়। যদি দেখেন, কাঁঠালের অনেকটা অংশ সবুজ, তাহলে বুঝতে হবে কাঁঠালটি এখনো পাকেনি। কাঁচা থাকলে স্বাভাবিকভাবেই কাঁঠাল মিষ্টি হবে না। কাঁঠালের রং যদি হলুদ বা বাদামি হয়, তাহলে সেই কাঁঠালটি পাকা। কাঁঠাল পাকলে তা মিষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

২. কাঁঠাল চেনার অন্য একটি উপায় হলো গন্ধ পরীক্ষা করা। যদি কাঁঠাল পাকা হয়, তবে মিষ্টি একটা গন্ধ আসবে। পাকা কাঁঠালের সুগন্ধ ছড়াবে। কাঁঠালের গন্ধ অত্যন্ত তীব্র ও সুমিষ্ট। ফলে কাঁঠাল যদি সত্যি পাকা হয় তাহলে কাঁঠালের পাশে গেলেই গন্ধ পাবেন।

৩. কাঁঠাল ভালো কি না, তা চেনার আরও একটি উপায় হলো–হাত দিয়ে কাঁঠালটি আলতো করে চেপে দেখা। কাঁঠালটি শক্ত থাকলে তা না কেনাই ভালো। আর যদি দেখেন, কাঁঠালটি নরম, তাহলে তা পাকা হওয়ার সম্ভাবনা থাকবে।

আরো পড়ুন: ফরমালিন দেওয়া আম চেনার উপায়

৪. অনেক সময় ক্রেতার চাহিদায় কাঁঠাল ভেঙে বা কেটে বিক্রি করা হয়। এভাবে কাঁঠাল কেনার ক্ষেত্রে ভেতরের কোষগুলো যেন অক্ষত, নরম ও তাজা থাকে, তা দেখে কেনাই বুদ্ধিমানের কাজ।

এম এইচ ডি/ আই. কে. জে/

মিষ্টি কাঁঠাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250