মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার *** বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান *** গুটি কয়েক নেতার অপরাধে আ.লীগের নিবন্ধন বাতিল করা যাবে না : অ্যাটর্নি জেনারেল *** ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তুলতে পারবে না এস আলম পরিবার *** তিন হাজার ৫৬৭ বন্যার্তকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী *** আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো ফুটফুটে শিশু *** ফারাক্কার গেট খুললেও বাংলাদেশে শঙ্কার কারণ নেই : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র *** ফারাক্কার গেট খোলার পরও পদ্মায় পানি কমছে *** পুলিশে বড় রদবদল, ২৪ জেলায় নতুন এসপি *** বন্যা পরিস্থিতির উন্নতি, ঢাকা-চট্টগ্রাম রুটে আজ শুরু হচ্ছে ট্রেন চলাচল

মুখের স্বাদ ফিরিয়ে আনবে পেঁপে ভর্তা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘরে-বাইরে বিভিন্ন খাবার খাওয়ার পর হঠাৎ করে মুখের স্বাদ চলে যায়। কোনো কিছুই খেতে ভালো লাগে না। তাই অল্প সময়ে চটজলদি বানিয়ে নিতে পারেন পেঁপের ভর্তা আর বাড়িয়ে নিতে পারেন মুখের স্বাদ। গরম ভাতের সঙ্গে সুস্বাদু পেঁপের ভর্তা থাকলে আর কিছুই লাগবে না।

কী ভাবে তৈরি করবেন পেঁপের ভর্তা, চলুন জেনে নিই-

উপকরণ:

পেঁপে: ১টি

কালো জিরে: ১ চা চামচ

সর্ষের তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: ১ চা চামচ

কাঁচা লঙ্কা: ২টি

সাদা সর্ষে: ১ চা চামচ

শুকনো লঙ্কা: ২টি

ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ

আরও পড়ুন : মিষ্টি আলুর সুস্বাদু পায়েসের রেসিপি

প্রণালী:

১) প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে তা সেদ্ধ করে নিন।

২) এ বার নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ পেঁপে চটকে মেখে নিন।

৩) কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা, কালো জিরে এবং সাদা সর্ষে ফোড়ন দিন।

৪) এ বার নুন, লঙ্কা দিয়ে মাখা সেদ্ধ পেঁপে কড়াইতে দিয়ে দিন।

৫) প্রয়োজনে আরও একটু নুন দেওয়া যেতে পারে।

৬) ভাল করে কষিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে পেঁপের ভর্তা। এইতো হয়ে গেলো মজাদার পেঁপে ভর্তা।

এস/ আই.কে.জে/

রেসিপি পেঁপে ভর্তা

খবরটি শেয়ার করুন