সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মোদির পর এবার এআইর সহায়তায় ভাষণ ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ভোটের প্রচারণায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই কাজ করলেন।

ইমরান খানের দল তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) এর জনসমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা আছে। এমন পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) দিয়ে তৈরি একটি অডিও ক্লিপের মাধ্যমে সম্প্রতি ভার্চুয়াল এক জনসমাবেশে ভাষণ দিয়েছেন ইমরান খান। 

আরো পড়ুন: প্রথমবারের মতো এআই প্রযুক্তিতে ভাষণ দিলেন মোদি

অনলাইনে ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) এর এই সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। অডিওটিতে ভাষণের সঙ্গে এআই প্রযুক্তিতে ইমরান খানের ছবি জুড়ে দেওয়া হয়েছিল। সোমবার (১৮ই ডিসেম্বর) পাকিস্তানজুড়ে ইন্টরনেটে ধীরগতি থাকার পরও ইউটিউবে অডিও ক্লিপটি ১৪ লাখের বেশি মানুষের ভিউ পেয়েছে। পাকিস্তানের ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম।

অডিওতে ইমরানকে বলতে শোনা গেছে, আমাদের দলকে জনসমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের লোকজনকে অপহরণ করা হচ্ছে, তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। ৮ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে সমর্থকদের দলে দলে মাঠে নামার আহ্বান জানান তিনি।

কারাগারে বসে ইমরানের লেখা একটি সংস্করণ থেকে তার ভাষণটি তৈরি করা হয় বলে জানিয়েছেন পিটিআই কর্মকর্তারা। সশরীরে জনসম্মুখে হাজির হয়ে সভা–সমাবেশ করার ওপর রাষ্ট্র খড়গহস্ত হওয়ায় এবং ইমরানকে গণমাধ্যম থেকে বিচ্ছিন্ন করে রাখার কারণে তার দল অনলাইনে ভার্চুয়াল ওই সমাবেশ করার উদ্যোগ নিয়েছে।

সূত্র: রয়টার্স

এইচআ/ আই. কে. জে/ 

এআই ভাষণ কারাবন্দী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন