শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান

ম্যাজিস্ট্রেট দেখলেই কমে যায় পেঁয়াজের দাম!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

হঠাৎ বেড়ে ২০০ টাকা কেজি হওয়া পেঁয়াজের দাম ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই হয়ে গেল ১২০ টাকা। এদিকে পাতাসহ যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৮০ টাকা করে প্রতি কেজি, তা নেমে এলো ৬০ টাকায়।

সোমবার (১১ই ডিসেম্বর) সকালে জয়পুরহাট জেলা শহরের নতুনহাট বাজারে এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, এ অভিযান চলাকালে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

রোববার (১০ই ডিসেম্বর) ফেনীর ছাগলনাইয়ায়ও দেখা যায় একই অবস্থা। পেঁয়াজের বাজার অস্থিতিশীল অবস্থঅর খবর পেয়ে শহরে অভিযান পরিচালনা কররে ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ও ম্যাজিস্ট্রেটকে বাজারে দেখে কিছুক্ষণ আগেও যে পেঁয়াজ ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছিল তা ১০০ টাকায় বিক্রি শুরু করেন দোকানদাররা। এসময় কম দামে পেঁয়াজ কিনতে মানুষের ভিড় লেগে যায়।

এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।

বাজার করতে আসা সূবর্না মোস্তফা নামে একজন ক্রেতা বলেন, দুই দিন আগে বাজারে এসে পেঁয়াজ কিনেছিলাম ১২০ টাকা কেজিতে। আর আজ দাম চাচ্ছে ব্যবসায়ীরা ২০০ থেকে ২৪০ টাকা করে। হঠাৎ ভ্রাম্যমান আদালত দেখে ব্যবসায়ীরা আগের দামেই পেঁয়াজ বিক্রি শুরু করেছেন। এতে ক্রেতারা অনেক খুশি। কিন্তু এখন মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে পেঁয়াজ বা অন্যান্য বাজার করতে আসা উচিত। 

আরো পড়ুন: ম্যাজিস্ট্রেট দেখে ২০০ টাকা কেজি পেঁয়াজ হয়ে গেলো ১০০

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা পরে থেকে পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় এটা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজ বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেয়া হয়েছে। পেঁয়াজ যেখানে থেকে কেনা হচ্ছে সেখানে দাম বেশি ধরছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। সিন্ডিকেট করে প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এসকে/ 

ম্যাজিস্ট্রেট পেঁয়াজের দাম ভ্রাম্যমাণ আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন