শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

যত দিন শরীর আছে তত দিন কাজ আছে : রচনা ব্যানার্জি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরেই রয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। তার সমসাময়িক অভিনয়শিল্পীরা বর্তমানে ওটিটির যুগে নিয়মিত কাজ করলেও রচনা ওটিটিতেও নাম লেখাননি। তবে নিয়মিত টিভির পর্দায় রয়েছেন রচনা। তার হিট টিভি শো ‘দিদি নাম্বার ১’ বেশ ভালোভাবেই চলছে। শোটির সঞ্চালনা করছেন রচনা। শোয়ের সাম্প্রতিক একটি পর্বে অভিনেত্রী নিজের ক্যারিয়ার ও কাজ প্রসঙ্গে কথা বলেছেন। 

অভিনেত্রী জানিয়েছেন, চাওয়া ও পাওয়া, এই দুইয়ের কোনো শেষ নেই। তাই জীবনে কোথায় লাইন টানা প্রয়োজন জানা দরকার। 

দিদি নাম্বার ওয়ানে এদিন কল্যাণী মণ্ডল, তনুকা চট্টোপাধ্যায়, মানসী সিনহাসহ একাধিক বর্ষীয়ান অভিনেত্রী খেলতে এসেছিলেন।

সেখানেই তাঁদের সঙ্গে কথা বলতে বলতে রচনা জানান নিজের কথা। রচনা বলেন, ‘যত দিন শরীর আছে তত দিন কাজ আছে।

কিন্তু আমায় একটা লাইন টানতে হবে কোনো একটা জায়গায়। চাওয়া-পাওয়ার কোনো শেষ নেই। আজ আমি চাইলেই দিদি নাম্বার ওয়ানের পর দশটা ওয়েব সিরিজ করতেই পারি, কিন্তু আমি জানি সেই লাইনটা কোথায় টানতে হবে। আমার কাছে জীবনে কিছু জিনিসের প্রাধান্য ভীষণ বেশি। আজ পাঁচজন আমরা এখানে দাঁড়িয়ে আছি।

এক বছর পর আমরা সবাই একসঙ্গে থাকব কি না জানি না। তাই জীবন যতটুকু আছে ততটুকুকে যদি সুন্দর করে গুছিয়ে নিতে পারি, তাহলে সবটা উপভোগ, উপলব্ধি করা যায়।’ 

টাকার পেছনে ছোটা উদ্দেশ্য নয় জানিয়ে রচনা বলেন, ‘টাকার পেছনে ছুটলে সেটা একটা সময় ছেড়ে চলে যাব। তাই যতটা দেখার দেখে গেলে, করে গেলে সেটা সঙ্গে নিয়ে যাব।

আরো পড়ুন: এবার আলিয়ার আপত্তিকর ভিডিও ভাইরাল

জীবন তো একটাই, তাই কাজের পাশাপাশি যা করার, দেখার সেটা করে, দেখে যেতে হবে।’ রচনার এমন সহজ স্বীকারোক্তিতে মুগ্ধ হয়ে যান উপস্থিত সবাই। অভিনেত্রীর প্রশংসাও করেন সবাই। 

‘দিদি নাম্বার ওয়ান’ বর্তমানে একনাগাড়ে সম্প্রচারিত হওয়া সবচেয়ে পুরনো রিয়ালিটি শো। ২০১০ সালে শুরু হয়েছিল এটির পথচলা। 

মাঝে কয়েকবার সঞ্চালক বদল হলেও রচনা ব্যানার্জির জায়গায় দর্শকরা আর কাউকে মেনে নিতে পারেননি। বর্তমানে টিআরপিতেও অন্য সব শোয়ের চেয়ে এগিয়ে রয়েছে রচনার ‘দিদি নাম্বার ওয়ান’।

এসি/


রচনা ব্যানার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন