শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

বলিউড

যে কারণে পুলিশের কাছে দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

রাতভর নিখোঁজ স্বামী। হদিস না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পুলিশের চোখমুখের অভিব্যক্তিতে রয়েছে আরও রহস্য। হ্যা শুনতে অবাক লাগলেও এই ঘটনা আসলেই ঘটেছে। কিন্তু, বাস্তবে নয়। রণবীর-দীপিকা ছাড়াও এ ঘটনার সঙ্গে রয়েছেন অভিনেতা রামচরণ । 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনাগুলো পর্দার। তবে এই গল্প সিনেমা নাকি ওয়েব সিরিজের তা স্পষ্ট নয়। তবে এটা নিশ্চিত, ভক্তদের নতুন চমক উপহার দিতে চলেছেন তিন অভিনেতা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। আর ক্যাপশনে লিখেছেন, ‘রহস্য উদঘাটনে আরও একটু অপেক্ষা করতে হবে।’ 

সেখানে দেখা যাচ্ছে, দীপিকা যথেষ্ট বিভ্রান্ত। চিন্তার রেশ কাটছে না তার। পুলিশের সামনে গিয়েই তাকে বলতে শোনা গেল, ‘আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ’। তারপরই, দেখা গেল রণবীরকে। চোখে কালো চশমা। কানে ব্লুটুথ, কাউকে ধাওয়া করছেন তিনি। সঙ্গে দেখা গেল রামচরণকেও। সঙ্গে ক্যাপশনে রণবীর লেখেন, কিছু রহস্য আস্তে ধীরে খোলাই ভালো।

উল্লেখ্য, আদৌ এটি সিনেমা নাকি সিরিজ সেটি এখনও বোঝা না গেলেও এটুকু পরিষ্কার যে নতুন প্রজেক্ট দিয়েই ঝটকা দিতে চলেছেন তারা। ধীরে ধীরে খুলবে রহস্যের জট। তার জন্য অপেক্ষা করতে হবে। দর্শকদের ধারণা এমনই যে এজেন্টের চরিত্রে অভিনয় করছেন রণবীর। যদিও দীপিকার সঙ্গে রণবীরের ঠিক কি সম্পর্ক এই সিরিজে, সেটিও এখন পরিষ্কার নয়।

রণবীর-দীপিকাকে এর আগে রোহিত শেঠির ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা রে’ গানে পাওয়া যায়। ২৮ জুলাই মুক্তি পাবে রণবীরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। ‘পাঠান’ মুক্তির পর দীপিকার আগামীর সিনেমা ‘ফাইটার’।

আরো পড়ুন:আসছে মিথিলার সিনেমা ‘মায়া’

আর রাম চরণকে সবশেষ দেখা যায় সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়ানতাম্মা’ গানে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন