সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে মেসির ক্ষমা চাওয়া ও তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পিএসজির নিষেধ সত্ত্বেও লিওনেল মেসির সপরিবারে সৌদি আরব সফর করা নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। প্রথমে তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। এমনকি পিএসজি মেসির সঙ্গে চুক্তি বাতিল করেছে বলেই খবর ছড়ায় ফরাসি গণমাধ্যমে। কিন্তু এর পরপরই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান মেসি। তার সেই ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে পিএসজিও তুলে নিয়েছে নিষেধাজ্ঞা।

প্রশ্ন হলো, পিএসজি কেন প্রথমে নিষিদ্ধ ঘোষণা করে পরে তা তুলে নিয়েছে? মেসিই বা ক্ষমা চাইলেন কেন? ভুল স্বীকার ক্ষমা যখন তিনি চাইলেনই, তাহলে আগে ক্ষমা চাইলেন না কেন? কেন তিনি নিজ ক্লাবে ‘নিষিদ্ধ’ ঘোষিত হওয়ার পর ক্ষমা চাইলেন? 

এসব প্রশ্নের উত্তর হলো, সৌদি সফর নিয়ে মেসির নিষিদ্ধ হওয়ার পর তলেতলে ঘটে গেছে অনেক কিছুই। আর ‘গোপনীয়’ দেন দরবারের পেছনে ছিল একটা চিঠি। 

ফ্রান্সভিত্তিক ক্রীড়া দৈনিক আরএমসি স্পোর্টসের খবরে এমনটাই দাবি করা হয়েছে। পত্রিকাটি এটাও জানিয়েছে, মেসি আসলে ‘শর্ত যুক্ত’ ক্ষমা চেয়েছিলেন। মানে ক্ষমা চাওয়ার পেছনে একটা শর্ত জুড়ে দিয়েছিলেন। কি শর্ত জুড়ে দিয়েছিলেন, সেটি পরে জানা যাবে। বারণ করা সত্ত্বেও সৌদি সফর কাণ্ডের জন্য পিএসজি দুই সপ্তাহের নিষেধাজ্ঞার পাশাপাশি মেসিকে একটা চিঠিও দিয়েছিল। 

চিঠিটির বিষয় বস্তু ছিল- চুক্তি বাতিলের আগে মেসির সঙ্গে ক্লাব পিএসজির বৈঠকে বসার বিষয়ে। তো ‘গোপনীয়’ এই চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসে মেসি পক্ষরা। তারা দ্রুতই পিএসজির সংশ্লিষ্টদের সঙ্গে মধ্যস্থতা শুরু করেন। তাতে দ্রুতই ঘটনার গতিপথ ঘুরে যায়। 

মেসির পক্ষ চাইছিল চুক্তি বাতিলের আগে যত দ্রুত সম্ভব মেসিকে অনুশীলনে ফেরাতে। কিন্তু মেসিকে পাঠানো পিএসজির চিঠিকে চ্যালেঞ্জ করার সুযোগ মেসির আইনজীবীর কাছে ছিল না। কারণ, চিঠির কারণ হিসাবে উল্লেখ করা হয়েছিল, ‘১ মে থেকে মেসির অনুশীলনে অনুপস্থিতি ও অন্যান্য সীমাবদ্ধতার’ কথা। ফলে চিঠিটি পাওয়ার পর মেসির আইনজীবী দ্রুতই পিএসজির আইনজীবীদের সঙ্গে গোপনে যোগাযোগ করেন। এরপর উভয় পক্ষ মিলে একটা গোপন চুক্তিও সেরে ফেলে! গোপন চুক্তির আবদারটা মেসির পক্ষ থেকেই রাখা হয়। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৩ মে ২০২৩)

মেসির পক্ষ থেকে তার আইনজীবীই প্রস্তাব করেন, মেসি ক্ষমা চাইলে তাকে যেন অনুশীলনে ফিরিয়ে আনা হয়। পিএসজিও এই শর্তে রাজি হয়ে যায়। মানে নিষেধাজ্ঞা তুলে অনুশীলনে ফেরানোর শর্তেই ক্ষমা চান মেসি! তো শর্ত মোতাবেক মেসি প্রথমে ক্ষমা চান। এরপর ক্লাবে ফিরে পরের দিন একা একাই অনুশীলন করেন। পরের দিন সুযোগ পান পুরো দলের সঙ্গেই অনুশীলন করার। আভাস রয়েছে মেসিকে ম্যাচ খেলাতেও প্রস্তুত পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের।

এম/

 

মেসি ক্ষমা নিষেধাজ্ঞা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন