সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজের চরিত্রের সার্টিফিকেট দিলেন বুবলী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সরকারি অনুদানের সিনেমা ‘দেয়ালের দেশ’-এর ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ ও শবনম বুবলি।

বিয়ে-বিচ্ছেদের আগে থেকেই অভিনেতা শরিফুল রাজের সমালোচনা করে আসছিলেন পরীমনি। ডিভোর্সের পর তো আরও এক কাঠি সরস। সদ্য বন্ধ হয়ে যাওয়া বিতর্কিত সেলেব্রিটি ক্রিকেট লিগে নিজের অনুপস্থিতি প্রসঙ্গে সাবেক স্বামী রাজের উপস্থিতিকেই দায়ী করেছেন এই নায়িকা।

তবে আরেক চিত্রনায়িকা শবনম বুবলী কিন্তু এই রাজেরই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ভিন্নভাবে। যার পুরোটাই ইতিবাচক। বলেছেন, অভিনেতা তো বটে, মানুষ হিসেবেও রাজ বেশ ভালো। বুবলী বলেন, ভীষণ ভালো অভিনেতা; অনেক ডেডিকেটেড। কাজের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ।

আরো পড়ুন: বিচ্ছেদ নয় বরং মালাইকাকে নিয়ে ডিনার ডেটে অর্জুন

শবনম বুবলী ও শরিফুল রাজ জুটি বেঁধে ‘দেয়ালের দেশ’ সিনেমার ফার্স্টলুক সামনে এসেছে। আর তাতেই জানা গেল, সিনেমাটির শুটিং গোপনে শেষও করে ফেলেছেন তারা। এটি পরিচালনা করেছেন মিশুক মনি। এটি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। এ সিনেমায় নিজেদের কাজের অভিজ্ঞতা গণমাধ্যমে তুলে ধরেছেন দুই অভিনয়শিল্পী।

সেখানেই বুবলী বলেছেন, ‘এরকম চরিত্রে এর আগে কখনো কাজ করিনি। এই গল্পে অনেক গভীরতা আছে। আমার সঙ্গে যিনি কাজ করছেন শরিফুল রাজ, ভীষণ ভালো অভিনেতা; অনেক ডেডিকেটেড। আমাদের শুটিং টিমও অনেক হার্ডওয়ার্কিং।

শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার ছিল, বিশেষ করে আমার জন্য। যেটা আমি রিভিল করব না। টিজার বের হলে কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে। প্রত্যেকটা দিন শুটিংয়ে যাওয়ার আগে আমার শ্বাস বন্ধ হয়ে আসতো। এত স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে কাজ করেছি।’

এসি/ আই. কে. জে/ 



শবনম বুবলী রাজের চরিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন