সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সাদিও মানে - ছবি: ফেসবুক থেকে নেওয়া
এমন কিছু যে হতে পারে, সেটি জানা গিয়েছিল সপ্তাহ দুয়েক আগেই। জুলাইয়ের মাঝামাঝিতে ওঠা সেই গুঞ্জন সত্যি হলো আগস্টের প্রথম দিনেই। গতকাল রাতে নিশ্চিত হয়েছে রোনালদো-মানে জুটি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালিজ ফরোয়ার্ড।
লিভারপুলের হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার পর নতুন চ্যালেঞ্জ নিতে গত বছর বুন্দেসলিগা ক্লাব বায়ার্নে গিয়েছিলেন সাদিও মানে। কিন্তু বাভারিয়ান ক্লাবটিতে আলো কাড়তে পারেননি দুবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার। চোটে পড়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন। এরপর মাঠে ফিরে জড়িয়েছিলেন আরেক ঝামেলায়। এপ্রিলে সতীর্থ লিরয় সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ হন, গোনেন জরিমানাও। পুরো মৌসুমে ৩৮ ম্যাচ খেলে মানে গোল করেছেন মাত্র ১২টি।
We have officially signed the Senegalese Star Sadio Mané ✍️
— AlNassr FC (@AlNassrFC_EN) August 1, 2023
We wish him good luck with our stars 🙏#ManéIsYellow 💛 pic.twitter.com/cMkPKIRzgr
বায়ার্ন ও আল নাসর, দুই ক্লাবই মানের দলবদলের খবর নিশ্চিত করলেও ঠিক কী পরিমাণ অর্থের বিনিময় হয়েছে, সেটি জানায়নি। তবে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ৩ কোটি ইউরোর (প্রায় ৩৫৭ কোটি ২০ লাখ টাকা) বিনিময়ে ৩ বছরের জন্য মানেকে দলে টেনেছে সৌদি ক্লাবটি। রোনালদোদের ক্লাবে বছরে ৪ কোটি ইউরো (প্রায় ৪৭৬ কোটি টাকা) বেতন পাবেন মানে। এর বাইরে ফলভিত্তিক বোনাস হিসেবে আরও ১ কোটি ইউরো (প্রায় ১১৯ কোটি টাকা) যোগ হতে পারে তাঁর ব্যাংক হিসাবে।
গতকাল আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় মানে বলেছেন, সৌদি আরবে যেতে তড় সইছে না তাঁর, ‘আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তড় সইছে না আমার।’
আরো পড়ুন:রিয়ালের পর এসি মিলানকেও হারাল বার্সেলোনা
৩ বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছিলেন ৩১ বছর বয়সী মানে। কিন্তু বিদায় নিতে হলো দুই বছর আগেই। বায়ার্ন থেকে যে হাসিমুখে বিদায় নিতে পারলেন না, সেটিও পোড়াচ্ছে মানেকে। স্কাই জার্মানিকে কাল রাতেই মানে বলেন, ‘বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমি এভাবে বিদায় নিতে চাইনি।’
এম/