সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শাহ আবদুল করিমের গান চুরির অভিযোগ ‘টি সিরিজের’ বিরুদ্ধে, ভারতীয় শিল্পীর দুঃখ প্রকাশ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শাহ আবদুল করিমের পরিবারের অনুমতি ছাড়াই তাঁর ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গান রেকর্ড করে প্রকাশ ও সেটিকে ‘প্রচলিত’ বলে চালিয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার মধ্যে দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় দুই শিল্পী—অভিষেক দাস ও গুরুজিৎ সিং। ভারতের সবচেয়ে বড় রেকর্ড লেবেলে টি সিরিজের ব্যানারে অভিষেক দাসের সংগীতায়োজনে গানটি গেয়েছেন গুরুজিৎ সিং।

স্বত্বাধিকারের অনুমতি ছাড়া গান (বুদ্ধিবৃত্তিক সম্পত্তি) প্রচারকে ‘চুরি’ বলছেন কপিরাইট বিশেষজ্ঞেরা; তার ওপর সেই গানকে ‘প্রচলিত’ বলাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছেন তাঁরা। গত ২৭ সেপ্টেম্বর নিজেদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছে টি সিরিজ।

গানের শিল্পীরা দুঃখ প্রকাশ করলেও দেড় সপ্তাহেও অভিযোগের বিষয়ে এখনও মুখ খোলেনি টি সিরিজ। সেই গানে এখনো শাহ আবদুল করিমের নাম যুক্ত করেনি প্রতিষ্ঠানটি।

অনুমতি ছাড়াই গান রেকর্ড করে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে করিমের পরিবার। ১ অক্টোবর বাংলাদেশ কপিরাইট অফিসে টি সিরিজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন করিমের ছেলে বাউলশিল্পী শাহ নূর জালাল। 

আজ বৃহস্পতিবার (৫অক্টোবর) অভিষেক দাস বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছে। গানটি শাহ আবদুল করিমের, সেটা অস্বীকারের কোনো সুযোগ নেই। নামটা যায়নি, এটা ভুল হয়েছে। একজন কিংবদন্তির গান করেছি, কিন্তু নামটা দিতে পারিনি। খুব খারাপ লাগছে, আমি দুঃখ প্রকাশ করছি। ’

গানটি গেয়েছেন ভারতের তরুণ গায়ক গুরুজিৎ সিং। তিনি জানান, বাংলাদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শিল্পী ও সংগীত পরিচালক দুঃখ প্রকাশ করলেও টি সিরিজ এখনো মুখ খোলেনি। সেই গানে এখনো শাহ আবদুল করিমের নাম দেওয়া হয়নি। অভিষেক ও গুরুজিৎ বলছেন, তাঁরা টি সিরিজকে শাহ আবদুল করিমের নাম যুক্ত করতে বলেছেন। কেন এখনো যুক্ত করা হচ্ছে না—সেটা বুঝতে পারছেন না।

শুধু নাম যুক্ত করা নয়, কপিরাইট আইন অনুসারে গানের স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া গানটি রেকর্ড করাই যাবে না। পরিবার বলছে, টি সিরিজ কোনো অনুমতি নেয়নি। টি সিরিজকে ক্ষতিপূরণ দিতে হবে। বিষয়টি নিয়ে এক প্রশ্নে অভিষেক জানান, তিনি টি সিরিজের কেউ নন, বিষয়টি টি সিরিজ ভালো বলতে পারবে। বিষয়টি নিয়ে করিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইছে টি সিরিজ। 

কপিরাইট বিশেষজ্ঞেরা বলছেন, এই চুরির দায় মূলত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের। বিষয়টি নিয়ে টি সিরিজের বক্তব্য জানতে চাওয়া হলে এখনো সাড়া পাওয়া যায়নি।

টি সিরিজের বাইরে ভারতের আরেক প্রযোজনা প্রতিষ্ঠান সারেগামাও শাহ আবদুল করিমের গান চুরি করেছে। সারেগামার বিরুদ্ধেও বাংলাদেশ কপিরাইট অফিসে লিখিত অভিযোগ করেছে করিমের পরিবার। সেই অভিযোগ ইতিমধ্যে টি সিরিজ ও সারেগামাকে পাঠিয়েছে কপিরাইট অফিস।

একে/ িএসি


গান শাহ আবদুল করিম কপিরািইট গান চুরি টি সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন