অস্থিরতা, সংশয়, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে সামনে রেখে উত্থাপিত হচ্ছে দেশের ৫২তম বাজেট।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২৩-২৪ অর্থবছরের জন্য দেশের ৫২তম ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৪তম বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন। বেলা ৩টায় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।
আরো পড়ুন: মন্ত্রিসভায় বাজেট প্রস্তাব উপস্থাপনের অনুমোদন
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে দুপুর ২ টায় বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের অনুমোদন দেয়।
অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল তার পঞ্চম বাজেট উত্থাপন করছেন। এবারের বাজেটের মূল দর্শন হচ্ছে, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।
এম/
খবরটি শেয়ার করুন