শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান

সোমবার থেকে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঢাকায় ফ্যামিলি কার্ডধারী ভোক্তাদের কাছে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে। অক্টোবর মাসের বিক্রি কার্যক্রমে পেঁয়াজও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছরের আলোকে লিন পিরিয়ড (পেঁয়াজ) বিবেচনায় কাল সোমবার (৯ অক্টোবর) থেকে ঢাকা মহানগরীর ফ্যামিলি কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রি করা হবে। এ কার্যক্রম টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে।

এক্ষেত্রে একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

আরো পড়ুন: আরো ৫ কোটি ডিম আমদানির অনুমতি

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। প্রতি মাসের কার্যক্রমে বিক্রি করা হয়: সয়াবিন তেল, মসুর ডাল, চাল ও চিনি। তবে সেপ্টেম্বরের সব জায়গায় চিনি পাওয়া যায়নি।

সেপ্টেম্বর মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল পেয়েছেন উপকারভোগীরা। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেলের দাম ছিল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম ছিল ৩০ টাকা। এছাড়া সর্বোচ্চ এক কেজি চিনি ৭০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

এসকে/  

পেঁয়াজের দাম পেঁয়াজ টিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন