রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ভারতের একটি ধর্মনিরপেক্ষ সংবিধান রয়েছে: ড. আল ইসা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, ভারতে বিদ্যমান প্রত্যেকটি ধর্ম সমান এবং যে দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে সম্প্রীতির সহাবস্থানের সংস্কৃতি রয়েছে, সেখানে কোনও ধর্মই কোনও হুমকির মধ্যে নেই।

মঙ্গলবার ( ১১ জুনাই) ভারতের রাজধানীতে ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠান চলাকালীন ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

এ সময় ডোভাল বলেন, ‘‘ভারত ভিন্নমতকে ধারণ করার অসীম ক্ষমতা সহ ভিন্নধর্মী ধারণাগুলোর আশ্রয়স্থল হিসাবে তার ভূমিকা পালন করে চলেছে। এখানে কোনও ধর্মই কোনও হুমকির মধ্যে নেই।’’

মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি-জেনারেল শেখ ডক্টর মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা, যিনি ছয় দিনের ভারত সফরে রয়েছেন, তিনিও সমাবেশে ভাষণ দিয়েছেন।

এ সময় ইসা বলেন, দেশটি সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতার সমালোচনার মধ্যে ভারত তার বৈচিত্র্যের সাথে "সহাবস্থানের একটি দুর্দান্ত মডেল"।

আরো পড়ুন: ধর্মপ্রচারকের নামে ছেলের নাম রাখলেন সানা খান

ভাষণে ভারত সম্পর্কে মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি-জেনারেল শেখ ডক্টর মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা আরও বলেন, ‘‘হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ভারতের একটি ধর্মনিরপেক্ষ সংবিধান রয়েছে।’’

প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার আবাসস্থল।

অনুষ্ঠান চলাকালীন ডোভাল বলেন, ‘‘একটি গর্বিত সভ্য রাষ্ট্র হিসাবে, ভারত আমাদের সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সহনশীলতা, সংলাপ এবং সহযোগিতা প্রচারে বিশ্বাস করে। এটি কোন কাকতালীয় ঘটনা না যে প্রায় ২০০ মিলিয়ন মুসলিম থাকা সত্ত্বেও, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে ভারতীয় নাগরিকদের সম্পৃক্ততা অবিশ্বাস্যভাবে কম।’’

‘‘ভারত, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এবং  অবিশ্বাস্য বৈচিত্র্যময় একটি দেশ। এটি সংস্কৃতি, ধর্ম এবং ভাষাগুলির একটি সমৃদ্ধ ও নিরাপদ  আশ্রয়বস্থল যা সম্প্রীতির সাথে সহাবস্থান করে। একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত সফলভাবে তার সকল নাগরিককে সম অধিকার প্রদান করতে সক্ষম হয়েছে।’’

ইসলাম সম্পর্কে এনএসএ আরও বলেছে যে, ভারতের অসংখ্য ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ইসলাম  একটি অনন্য এবং উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে।

এম এইচ ডি/

ইসলাম ধর্মনিরপেক্ষ মুসলিম জনসংখ্যা ভারত ইসা মুসলিম ওয়ার্ল্ড লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন