ছবি: সংগৃহীত
সৌদি আরবের মরুভূমিতে দুই হাজার বছর পুরোনো রোমান সাম্রাজ্যের তিনটি সেনা শিবির আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গুগল আর্থ ব্যবহার করে এই শিবিরগুলো চিহ্নিত করেছেন গবেষকরা। এ সংক্রান্ত গবেষণাটি পিয়ার রিভিউর পর অ্যান্টিকুইটি নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়, এই শিবিরগুলো একটি থেকে অপরটি ৩৭ থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। পায়ে হেঁটে এক শিবির থেকে আরেক শিবিরে যাওয়া যেত না।
গবেষকরা বলছেন, দ্বিতীয় শতাব্দিতে দক্ষিণ-পূর্ব জর্ডান ও সৌদি আরবে রোমানদের শিবির থাকার ধারণা করা হতো। এ আবিষ্কার সেটি প্রমাণ করল। গবেষণায় আরও বলা হয়, ১০৬ খ্রিষ্টাব্দে জর্ডানের নাবাতিয়ান সাম্রাজ্য দখলের পর রোমানরা ওই শিবিরগুলো তৈরি করে।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ
এ নিয়ে গবেষণা দলের সদস্য ড. মাইকেল ফ্র্যাডলি বলেন, আমরা প্রায় নিশ্চিত যে এই শিবিরগুলো রোমান সেনাবাহিনী দ্বারা নির্মিত হয়েছিল। কারণ প্রতিটি প্লেয়িং কার্ড আকৃতির। এছাড়া সবগুলোতে বিপরীতে দিক দিয়েও প্রবেশদ্বার রয়েছে।
গবেষকরা বলছেন, রোমানরা যখন আরব বিজয় শুরু করে তখনই এই শিবিরগুলো প্রতিরক্ষা ব্যারাক হিসেবে ব্যবহার করা হয়েছিল। ক্যাম্পগুলো রোমান অশ্বারোহী বাহিনী দ্বারা তৈরি করা হয়েছিল।
এম এইচ ডি/
রোমান সেনা শিবির আবিষ্কার সৌদি আরব যুক্তরাজ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি মরুভূমি গবেষণা
খবরটি শেয়ার করুন